Oppo Pad 2 দৈত্যাকার ব্যাটারির সঙ্গে আসছে, এবার ট্যাবেও সুপারফাস্ট চার্জিং ফিচার
ওপ্পো চীনে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যার নাম Oppo Pad 2। এটি গত বছর লঞ্চ হওয়া Oppo Pad-এর উত্তরসূরি হিসেবে সে দেশে আসবে। ওপ্পো আনুষ্ঠানিকভাবে এখনও কিছু না জানালেও, Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির পাশাপাশি এটি আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই Oppo Pad 2-এর কিছু স্পেসিফিকেশন এবং ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটিকে সম্প্রতি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর সাইটেও দেখা গেছে। Oppo Pad 2 এবার চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এর ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে।
Oppo Pad 2 লাভ করলো 3C-এর সার্টিফিকেশন
OPD2201 মডেল নম্বর সহ ওপ্পো প্যাড ২ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুযায়ী, ট্যাবলেটটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এটি ছাড়া, তালিকায় অন্য কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। তবে, বিভিন্ন সূত্র থেকে ইতিমধ্যেই আসন্ন ওপ্পো ট্যাব সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Oppo Pad 2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, ওপ্পো প্যাড ২-এ ২,৮০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন সহ একটি ১১.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। প্যানেলটি অ্যামোলেড নাকি সাধারণ এলসিডি হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে এবং এটি MediaTek Dimensity 9000 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে। ট্যাবলেটটি Android 13 অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Oppo Pad 2-এ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৯,১৫০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।