সেমিকন্ডাক্টর ডিসপ্লে নির্মাতা সংস্থা TCL CSOT আজ অর্থাৎ ৩রা মার্চ একটি আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ট্যাবলেট ডিসপ্লের উপর কাজ করার কথা প্রকাশ্যে আনলো। এই নতুন ডিসপ্লে প্যানেলটিকে অপ্টিমাইজ করা হয়েছে এবং OLED ডিসপ্লে প্রযুক্তিতে আপগ্রেড করা হয়েছে, যা হাই ইমেজ কোয়ালিটি অফারে সমর্থ৷ বিশেষত্ব হিসাবে, এই টাচ প্যানেলটি হাই রিফ্রেশ রেট এবং ৯৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে বলেও দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সর্বোপরি এটি প্রিসিশন টাচ প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। ফলে যাবতীয় বৈশিষ্ট্যের নিরিখে, এই ডিসপ্লে প্যানেলটি যুগান্তকারী উদ্ভোবনী হতে পারে মত প্রকাশ করেছে টেক বিশেষজ্ঞরা।
রিপোর্ট অনুসারে, টিসিএল সিএসওটি তাদের এই নয়া ডিসপ্লে নির্মাণের ক্ষেত্রে 'ট্র্যাডিশনাল টেকনোলজি' -কে অপ্টিমাইজ করে প্যানেলের ইমেজ কোয়ালিটি এবং কালার লেভেল উন্নীত করার উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছে। তদুপরি ডিসপ্লেটি সর্বাধিক ৪কে (4K) রেজোলিউশন সমর্থন করে, যা আরো পরিশ্রুত (রিফাইন) এবং ভিভিড কোয়ালিটিতে মিডিয়া কনটেন্ট প্রদর্শনে সক্ষম।
শেনঝেন ভিত্তিক সংস্থা ঘোষিত ডিসপ্লেটি ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে, যা প্রফেশনাল সিনেমা স্ক্রিনের প্রায় অনুরূপ ফুল কালার স্পেকট্রাম কভারেজ সরবরাহ করবে। পাশাপাশি এই প্রযুক্তিটি, ৪কে রেজোলিউশনে ৬০/১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটও সমর্থন করে। আবার এই ডিসপ্লে লো ফ্রিকোয়েন্সির ডায়নামিক স্যুইচিং সনাক্ত করতে সক্ষম। তবে এই স্যুইচিংয়ের সময় ইউজার যাতে পূর্বের মতোই স্মুথ ভিউয়িং এক্সপিরিয়েন্স পায় এবং একই সাথে বিদ্যুৎ খরচও হ্রাস হয় সেটাও নিশ্চিত করা হয়েছে।
সর্বোপরি, টিসিএল সিএসওটি তাদের এই ডিসপ্লেকে অত্যন্ত সরু বেজেলের সাথে নিয়ে এসেছে, যা ওয়াইড-ফিল্ড-অফ-ভিশন প্রদান করতে ৯৬% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এছাড়া সংস্থাটি টাচ প্যানেলে থাকা ট্র্যাডিশনাল প্লাগ-ইন টেকনোলজিকে, 'DOT' (ডাইরেক্ট অন সেল টাচ) নামক একটি বিল্ট-ইন সলিউশনে প্রতিস্থাপন করেছে। জানিয়ে রাখি, এই উদ্ভাবনী প্রযুক্তি টাচ এবং ডিসপ্লে এলিমেন্টকে সরাসরি প্যানেলে সংহত করে, যার ফলে স্ক্রিন আরো পাতলা হয় এবং অভ্যন্তরীণ স্পেস বৃদ্ধি পায়। পরিশেষে, TCL CSOT বিকশিত আল্ট্রা-থিন ট্যাবলেট ডিসপ্লেটি অ্যাক্টিভ স্টাইলাস পেন এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।