বড় স্ক্রিনের সাথে 7000mAh ব্যাটারি, Teclast লঞ্চ করল নতুন ট্যাবলেট
২০২১ সালে একটি মিড-রেঞ্জ ট্যাবলেট হিসাবে আত্মপ্রকাশ করেছিল Teclast M40 Pro 2021। আর আজ অর্থাৎ ২৯শে জানুয়ারি ২০২৩ সালে এসে এই একই মডেলের একটি রিফ্রেশড সংস্করণ লঞ্চ করা হল। সংস্থার দাবি, এটি মূল মডেলের তুলনায় অধিক উন্নত পারফরম্যান্স এবং সফ্টওয়্যার অফার করবে। এক্ষেত্রে আলোচ্য ট্যাবলেটে - ১০.১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, ইউনিসক টাইগার টি৬১৬ চিপসেট, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি ফ্ল্যাশ স্টোরেজ এবং ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। ফিচারের দিক থেকে সামান্য তারতম্য বিদ্যমান থাকলেও, মূল ও রিফ্রেশড সংস্করণের ডিজাইন অনুরূপ থাকছে। চলুন Teclast M40 Pro 2023 ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।
টেক্লাস্ট এম৪০ প্রো ২০২৩ ট্যাবলেটের স্পেসিফিকেশন (Teclast M40 Pro 2023 Tablet specifications)
টেক্লাস্ট এম৪০ প্রো ট্যাবলেটের ২০২১ এবং ২০২৩ সংস্করণের মধ্যে ডিজাইনগত কোনো ভিন্নতা নজরে পড়বে না। অর্থাৎ এতেও মূল মডেলের ন্যায় পাতলা বেজেল পরিবেষ্টিত ডিসপ্লে প্যানেল এবং সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেখা যাবে। আর এই ট্যাবে ১০.১-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১,৯২০x১,২০০-পিক্সেল রেজোলিউশন এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সাপোর্ট করে।
সংস্থার দাবি অনুসারে, উক্ত ডিভাইসের প্রসেসর, র্যাম এবং স্টোরেজ বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। যেমন, টেক্লাস্ট এম৪০ প্রো ২০২৩ আরও শক্তিশালী চিপসেট ইউনিসক টাইগার টি৬১৬ সহ এসেছে। এতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি UFS 2.1 ফ্ল্যাশ স্টোরেজ বর্তমান। তুলনার খাতিরে জানিয়ে রাখি, আগের মডেলটি ৬ জিবি র্যাম এবং ইউনিসক টি৬১৮ চিপসেট সহ এসেছিল। তবে একটা বিষয় না বললেই নয়, ইউনিসক টাইগার টি৬১৬ এবং টাইগার টি৬১৮ প্রসেসরের মধ্যে ব্যাপক কোনো পারফরম্যান্সের পার্থক্য দেখা যাবে না। তবে নতুন প্রসেসরের স্পিড পুরোনোটির চেয়ে কিছুটা বেশি।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, আলোচ্য ট্যাবলেটের পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে - মাইক্রো এসডি কার্ড স্লট, সিম কার্ড স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। ডিভাইসটির পার্শ্ববর্তী বেজেলে স্পিকার গ্রিল বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য নতুন টেক্লাস্ট এম৪০ প্রো ২০২৩ ট্যাবলেটে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
টেক্লাস্ট এম৪০ প্রো ২০২৩ ট্যাবলেটের দাম (Teclast M40 Pro 2023 Tablet price)
রিফ্রেশড টেক্লাস্ট এম৪০ প্রো ২০২৩ ট্যাবলেটের দাম ১৫৫ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১২,৮০০ টাকা) ধার্য করা হয়েছে। আর শীঘ্রই এটি AliExpress এবং Amazon -এর মাধ্যমে উপলব্ধ হবে। যদিও ভারত সহ অন্যান্য দেশের বাজারে এটি কতদিনে আত্মপ্রকাশ করবে সেই তথ্য এখনো আমাদের অজানা।