হাজার টাকা দাম কমলো, 'জলের দরে' 4K সিনেমা, ভিডিও দেখার সুবিধা দিচ্ছে Airtel Xstream Box
Bharti Airtel-এর একটি অত্যন্ত জনপ্রিয় ডিটিএইচ (DTH অর্থাৎ ডাইরেক্ট-টু-হোম) শাখা রয়েছে, যা Airtel Digital TV নামে পরিচিত। এর মাধ্যমে কোম্পানিটি গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের এসটিবি (STB অর্থাৎ সেট-টপ বক্স) অফার করে থাকে। সেক্ষেত্রে Airtel Digital TV পরিষেবার আওতায় ইউজারদের জন্য উপলব্ধ সবচেয়ে স্মার্ট এসটিবিটি হল এক্সস্ট্রিম বক্স (Xstream Box)। একথা প্রায় সকলেই জানেন যে, Airtel-এর Xstream Box একটি Android চালিত এসটিবি, যার মাধ্যমে ব্যবহারকারীরা অত্যন্ত হাই রেজোলিউশনে একাধিক ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেস করার সুযোগ পান। তবে এই মুহূর্তে সবচেয়ে আনন্দের বিষয়টি হল, বর্তমানে দাম বেশ খানিকটা কমিয়ে সংস্থাটি এই সেট-টপ বক্সটির মূল্য ১,৫০০ টাকা ধার্য করেছে। অর্থাৎ, এখন মাত্র ১,৫০০ টাকা খরচা করলেই 4K রেজোলিউশনে নিজেদের পছন্দসই ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে সক্ষম হবেন ইউজাররা।
১,০০০ টাকারও বেশি দাম কমলো Airtel Xstream Box-এর
আগেই বলেছি যে, বর্তমানে এয়ারটেল এক্সস্ট্রিম বক্স ১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। সংস্থাটি এর দাম ২,৬৫০ টাকা থেকে কমিয়ে ১,৫০০ টাকা ধার্য করেছে। ফলে যাদের বাড়িতে এখনও অ্যান্ড্রয়েড টিভি ওএস (Android TV OS) দ্বারা চালিত টেলিভিশন এসে পৌঁছোয়নি, অর্থাৎ যারা এখনও পুরোনো প্রজন্মের টিভি ব্যবহার করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুসংবাদ। সোজা কথায় বললে, এই এক্সস্ট্রিম বক্সটির সহায়তায় ইউজাররা তাদের পুরোনো টিভিকে আধুনিক প্রজন্মের স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন। শুধু তাই নয়, টিভিটির আমূল ভোল বদলের পাশাপাশি ইউজাররা সেটিতে নিজেদের পছন্দমতো ওটিটি কনটেন্ট দেখারও সুযোগ পাবেন। চলুন, এয়ারটেল এক্সস্ট্রিম বক্সের কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Airtel Xstream Box-এর ফিচার
এয়ারটেল এক্সস্ট্রিম বক্সটি অ্যান্ড্রয়েড টিভি ওএস দ্বারা চালিত এবং এটি ব্যবহারকারীদের ৫,০০০-এরও বেশি অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস অফার করে। এছাড়া, এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream) নামক অ্যাপে লগইন করলে ইউজাররা নিজেদের পছন্দের ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অতি অনায়াসে দেখতে সক্ষম হবেন। উপরন্তু, এক্সস্ট্রিম বক্সের সাথে আসা রিমোটটিও স্মার্ট এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)-এর উপস্থিতির কারণে ডিভাইসটি ভয়েস কমান্ড সাপোর্ট করে।
আগেই বলেছি যে, এই এক্সস্ট্রিম বক্সের সহায়তায় ইউজাররা 4K কোয়ালিটিতে পছন্দসই কনটেন্ট দেখতে পারবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীরা Airtel Xstream Box-এর সাহায্যে ওটিটি কনটেন্টের পাশাপাশি লাইনার টিভি বা স্যাটেলাইট টিভিও দেখার সুযোগ পাবেন। এছাড়া, ইউজাররা যাতে তাদের স্মার্টফোন থেকে টিভিতে সরাসরি কনটেন্ট স্ট্রিম করতে পারেন, তার জন্য এই এসটিবিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট (Chromecast)-এর সুবিধা দেওয়া হয়েছে।