Amazon Sale: গ্রেট ফ্রিডম ফেস্টিভালে এই পাঁচটি স্মার্টফোন কেনা যাবে বাম্পার ডিসকাউন্টে

By :  techgup
Update: 2022-08-08 09:22 GMT

বর্তমানে রোজকার জীবনে স্মার্টফোনের কী ভূমিকা – সে বিষয়ে নতুন করে কিছু বলার নেই! কিন্তু আপনি যদি হালফিলে কোনো নামজাদা ব্র্যান্ডের স্মার্টফোন খুব সস্তায় কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে গত ৬ আগস্ট থেকে শুরু হয়েছে 'Amazon Great Freedom Festival Sale' (অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেল), যা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আর চলতি সেলে OnePlus (ওয়ানপ্লাস), Oppo (ওপ্পো) এবং Xiaomi (শাওমি)-র মত নামিদামি ব্র্যান্ডগুলির একগুচ্ছ লেটেস্ট স্মার্টফোন অত্যন্ত কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এক্ষেত্রে, SBI (এসবিআই)-এর ক্রেডিট বা ডেবিট কার্ড মারফত পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। সেইসাথে থাকবে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও। তাহলে চলুন, চলতি Amazon Great Freedom Festival Sale-এ দুর্দান্ত ছাড়ে উপলব্ধ কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক, যা কিনলে আপনার দারুণ ফায়দা হবে।

Amazon Great Freedom Festival Sale-এ বাম্পার ডিসকাউন্টে উপলব্ধ এই ৫টি স্মার্টফোন

১. Tecno Pop 5 LTE (ডিপসি লাস্টার, ২ জিবি+৩২ জিবি): যারা পকেটমানি জমিয়ে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই মডেলটি এককথায় আদর্শ। ফোনটির এমনিতে দাম ৮,৯৯৯ টাকা হলেও চলতি সেলে এটি মাত্র ৬,৩৯৯ টাকায় কেনা যাবে। তদুপরি এতে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও পাওয়া যাবে। স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ডিজাইনসহ আসা এই ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, লো লাইট সেলফি ক্যামেরা, বড়ো ডিসপ্লে এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 

২. OPPO A15s (রেনবো সিলভার, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ): নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি ১০,০০০ টাকা হয়, তাহলে এই হ্যান্ডসেটটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ফোনটির দাম ১৩,৯৯০ টাকা, তবে চলতি সেলে ২৯ শতাংশ ছাড়ের সুবাদে ৯,৯৯০ টাকায় এই স্মার্টফোনটি কিনতে সক্ষম হবেন ক্রেতারা। ফিচার বলতে, এই মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং ৪,২৩০ এমএএইচ ব্যাটারি, যা প্রায় ২৯ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া, এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সানলাইট স্ক্রিন, ফেস আনলকের মতো অনেক অতিরিক্ত ফিচারও পাওয়া যাবে।

৩. Xiaomi 11 Lite NE 5G (জ্যাজ ব্লু, ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ): গত বছর লঞ্চ হওয়া শাওমির অত্যন্ত স্টাইলিশ লুকের এই স্মার্টফোনটি খুবই পাতলা এবং হালকা। ফোনটিতে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬.৫৫ ইঞ্চি ডলবি ভিশন ডিসপ্লে এবং অ্যালেক্সা সাপোর্ট। সেক্ষেত্রে সেল চলাকালীন ২২% ছাড়ের সুবাদে এই ফোনটি কিনতে হলে গ্রাহকদের ৩১,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯ টাকা খরচা করতে হবে।

৪. OnePlus 10R 5G (সিয়েরা ব্ল্যাক, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ): সম্প্রতি লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি ইতিমধ্যেই দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং একগুচ্ছ আকর্ষণীয় ফিচারের সৌজন্যে ইউজারদের নজর কেড়েছে। আসলে ৬.৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনটিতে হাইপার টাচ মোড, রিডিং মোড, আই কমফোর্ট মোডের মতো ডিসপ্লে ফিচার রয়েছে। সেইসাথে এই হ্যান্ডসেটটিতে সোনি সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই চমকপ্রদ ফোনটির দাম ৩৮,৯৯৯ টাকা, তবে হলে চলতি সেলে গ্রাহকদের এর জন্য ৩৪,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

৫. OnePlus 10 Pro 5G (এমারেল্ড ফরেস্ট, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ): যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফোনের সন্ধান করছেন, তারা এই মডেলটি কেনার কথা ভেবে দেখতে পারেন। এই হ্যান্ডসেটটির দাম ৬৬,৯৯৯ টাকা, কিন্তু বর্তমানে ৭ শতাংশ ছাড়ের দরুন ৬১,৯৯৯ টাকায় এটি কেনা যাবে। বলে রাখি, এটি অ্যামাজন সেলে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই মোবাইল ফোনটি অতি উন্নত মানের ক্যামেরা পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে এতে সোনি সেন্সরসহ ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে, যাতে একাধিক মোড বিদ্যমান। আবার অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন প্রসেসর এবং ৫,০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারিও দেওয়া হয়েছে।

Tags:    

Similar News