Aadhaar: ব্যাংকে যাওয়ার দরকার নেই, এখন বাড়ি বসেই অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে
অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে ব্যাংকের দরজায় লাইন দেওয়ার কোন প্রয়োজন নেই। এখন বাড়ি থেকেই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে এর জন্য প্রয়োজনীয় তথ্যের ভেরিফিকেশন সম্ভব হবে। এজন্য আগ্রহীরা আধার-ভিত্তিক e-KYC পদ্ধতি ব্যবহার করতে পারবেন বলে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ (PFRDA) জানিয়েছে।
২৭শে অক্টোবর জারি করা একটি সার্কুলারে PFRDA জানায় যে, Atal Pension Yojana অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সহজ করতে সেন্ট্রাল রেকর্ড-কিপিং এজেন্সি বা CRA ডিজিটাল উপায়ে ই-কেওয়াইসি বিকল্প ব্যবহারের ক্ষেত্রে সম্মতি দিয়েছে। এর ফলে আগ্রহীরা ব্যাঙ্কে না গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে যাবতীয় তথ্য ভেরিফিকেশন করতে পারবেন।
নতুন এপিওয়াই অ্যাকাউন্ট খোলার সময় ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহীদের আধার সংক্রান্ত বিবরণ, ডেমোগ্রাফিক তথ্য, পেনশনের অঙ্ক, পেমেন্ট পদ্ধতি, মনোনীত ব্যক্তি বা নমিনির নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য আরো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেওয়া হবে। এরপর সেগুলি আবেদনকারীর ব্যাঙ্কের (যে ব্যাঙ্কে আবেদনকারীর সেভিংস অ্যাকাউন্ট আছে) সাথে ভাগ করে নেওয়া হবে বলে Livemint -এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
উপরোক্ত বিবরণ গুলি ব্যাঙ্কের কাছে জমা পড়লেই আবেদনকারীর অ্যাকাউন্টে অটো-ডেবিট (Auto-Debit) ফিচার সক্রিয় হয়ে যাবে। এরপর থেকে এপিওয়াই পরিষেবা প্রদানকারীরা আবেদনকারীর বেছে নেওয়া পেনশনের অঙ্ক ও অন্যান্য ভবিষ্যত-পরিষেবাগুলি সরবরাহ করবেন। এজন্য প্রতিটি পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে e-APY সম্পর্কিত লিঙ্ক তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অটল পেনশন যোজনা প্রকল্প ২০১৫ সালে সর্বপ্রথম জনসমক্ষে আসে। পেনশনের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পটি চালু করা হয়। এতে অন্তর্ভুক্ত কর্মীরা মাসে ১,০০০-৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।