Pulsar P150 vs নতুন Yamaha FZ-S FI: 150 সিসির কোন বাইক কেনা বেশি লাভজনক?

By :  techgup
Update: 2023-03-12 18:17 GMT

কিছুদিন আগেই ইয়ামাহা (Yamaha) ভারতে তাদের মোটরসাইকেলগুলির আপডেটেড মডেল লঞ্চ করেছে। নতুন ভার্সনের ইঞ্জিন এমনভাবে আপডেট করা হয়েছে, যাতে ৮০ শতাংশ পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশিয়ে চলতে পারে। তার মধ্যে ১৫০ সিসির সেগমেন্টে অন্যতম জনপ্রিয় এবং ভারতে বিগত কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে চলা বাইক হল FZ-S FI। অন্যদিকে এই একই সেগমেন্টে গত বছরের শেষে বাজাজ (Bajaj) নিয়ে এসেছে Pulsar P150। এই প্রতিবেদনে বাইক দু'টির মধ্যে তুলনামুলক আলোচনা রইল।

Yamaha FZ-S FI vs Bajaj Pulsar P150: লুকস

জাপানের জনপ্রিয় এই বাইক নির্মাতা তাদের এই FZ-S FI বাইকটির ডিজাইনে কোনো পরিবর্তন করেনি। পূর্বের মতোই বৃহদাকার ফুয়েল ট্যাংক, চওড়া ১৪০ সেগমেন্টের পিছনের টায়ার এবং বেশ অ্যাগ্রেসিভ ডিজাইন রয়েছে এই নতুন মডেলে। যদিও সামনের এলইডি হেডলাইট ইউনিটে কিছু পরিবর্তনের পাশাপাশি নতুন ধরনের এলইডি ডিয়ারেল এবং এলইডি টার্ন ইন্ডিকেটর যুক্ত হয়েছে ২০২৩ সংস্করণে।

অন্যদিকে Pulsar P150 সংস্থার একদম নতুন লুক ও ডিজাইনের মডেল। যদিও এই বাইকের আন্ডারপিনিং Pulsar N250 ও N160 থেকে নেওয়া। বাইকটির একদম সামনে নতুন এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সাথে পিছনের দিকে N160 এর ন্যায় টেলল্যাম্প ব্যবহার করা হয়েছে।

Yamaha FZ-S FI vs Bajaj Pulsar P150: ইঞ্জিন স্পেসিফিকেশন

Yamaha FZ-S FI এর অলিন্দে আগের মতই ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। ফাইভ স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনটি ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.২৩ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৩.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে।

অপর হাতে থাকা Pulsar P150 বাইকটিকে চলার শক্তি যোগায় ১৪৯.৬৮ সিসির শক্তিশালী ইঞ্জিন যা ৮,৫০০ আরপিএম গতিতে ১৪.৩ বিএইচপি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। এক্ষেত্রেও পাঁচ ধাপযুক্ত গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে।

Yamaha FZ-S FI vs Bajaj Pulsar P150: ফিচার্স

বাজাজের এই নতুন বাইকটিতে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এবং ইউএসবি সকেট দেওয়া হয়েছে। অন্যদিকে Yamaha FZ-S FI মডেলটিতে এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ, ট্রাকশন কন্ট্রোল, সিঙ্গেল চ্যানেল এবিএস, চওড়া রেডিয়াল টায়ার এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের মতো বৈশিষ্টাবলি উপলব্ধ রয়েছে।

Yamaha FZ-S FI vs Bajaj Pulsar P150: দাম

Pulsar P150 দুটি আলাদা ভ্যারিয়েন্টে এসেছে। সিঙ্গেল ডিস্ক ও ডুয়েল ডিস্ক মডেলের এক্স শোরুম মূল্য যথাক্রমে ১.১৭ লাখ টাকা এবং ১. ২০ লাখ টাকা। অন্যদিকে, Yamaha FZ-S FI বাইকটিতেও রয়েছে দুটি আলাদা ভ্যারিয়েন্ট- স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। স্ট্যান্ডার্ড সংস্করণটির এক্স শোরুম মূল্য ১.২১ লাখ টাকা হলেও ডিলাক্স এর ক্ষেত্রে দাম পড়বে ১.২৪ লাখ টাকা।

Tags:    

Similar News