৬০০০ 4G সাইট বানাতে TCS কে ৫৫০ কোটি টাকার বরাত দিল BSNL

By :  SUPARNAMAN
Update: 2022-04-08 17:21 GMT

দেশের বিভিন্ন প্রান্তে মোট ৬,০০০ নতুন 4G সাইট গড়ে তুলতে টিসিএস (TCS) অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস'কে ৫৫০ কোটি টাকার বরাত দিলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL)। এর ফলে সেসব স্থানে উন্নত 4G পরিষেবা সরবরাহের পক্ষে উপযোগী যন্ত্রাংশ, টাওয়ার, অ্যান্টেনা সহ অন্যান্য পরিকাঠামো স্থাপন করা হবে। এজন্য BSNL -এর তরফ থেকে প্রথমেই সেই সমস্ত এলাকাকে বেছে নেওয়া হয়েছে, যেখানে পরীক্ষামূলকভাবে 4G পরিষেবার সূচনা যথেষ্ট লাভজনক ও সহজ। আরো স্পষ্ট করে বলতে গেলে যে সমস্ত এলাকায় আলোচ্য পরিষেবা সরবরাহের প্রাথমিক পরিকাঠামো উপস্থিত, সেখানেই টিসিএস রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের (BSNL) নির্দেশে নতুন 4G সাইট স্থাপন করবে।

সব বাধা পেরিয়ে প্রকাশ্যে আসতে চলেছে BSNL 4G

সুতরাং বর্তমানে এটা স্পষ্ট যে দীর্ঘ জল্পনা ও প্রতীক্ষার পর অবশেষে বিএসএনএলের নিজস্ব 4G পরিষেবা চালু হতে চলেছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থার সমর্থক, অনুরাগী ও গ্রাহকেরা যে যারপরনাই আনন্দিত হবেন তা বলা বাহুল্য। প্রকৃতপক্ষে সম্পূর্ণ নিজস্ব 4G পরিষেবা চালুর পথে এগোতে গিয়ে বিএসএনএলকে একাধিক প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়েছে, যার মধ্যে কিছু বাধা সরকারি সিদ্ধান্ত থেকেই জন্ম নিয়েছে।

আমরা জানি সরকারি নির্দেশ অনুযায়ী 4G লঞ্চের জন্য বিএসএনএলকে সম্পূর্ণভাবে স্বদেশী প্রযুক্তির উপরে নির্ভর করতে হয়েছে। এ কাজে তাদের সহায়তা করেছে টিসিএস, টাটা গোষ্ঠীর অপর এক সংস্থা তেজস (Tejas) এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি-ডট (C-DoT)।

উন্নত কানেক্টিভিটির জন্য দেশব্যাপী প্রায় ১.১২ লক্ষ 4G সাইট বসাবে BSNL

উল্লেখ্য, PoC অর্থাৎ প্রুফ অফ কনসেপ্ট প্রক্রিয়ায় বারংবার দেরীর পর সম্প্রতি বিএসএনএল 4G ট্রায়ালের কাজ শেষ করতে সফল হয়েছে। এরপরেই টেলকোর তরফ থেকে 4G সাইট গড়ে তোলার জন্য টিসিএস'কে ৫৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে বলে প্রখ্যাত সংবাদ সংস্থা Financial Express -এর সৌজন্যে প্রকাশ্যে এসেছে। এছাড়া গ্রাহকদের উন্নত কানেক্টিভিটির স্বাদ দিতে আগামীদিনে বিএসএনএল দেশব্যাপী মোট ১.১২ লক্ষ 4G সাইট স্থাপন করতে পারে বলে শোনা গিয়েছে।

ফলে সবকিছু ঠিকঠাক এগোলে আগামী আগস্ট মাস নাগাদ BSNL সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরশীল তাদের নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে। আবার একই সময়ে Jio, Airtel, Vi প্রমুখ প্রাইভেট টেলকোগুলির 5G পরিষেবা জনসমক্ষে আসবে। যদিও তার ফলে 4G পরিষেবার চাহিদা একেবারে কমবেনা বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত টেলকো BSNL বেসরকারি Jio, Airtel, Vi -দের বিরুদ্ধে কতটা প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিচ্ছে তা সময় এলেই বোঝা যাবে।

Tags:    

Similar News