Diwali Best Gift Ideas: দীপাবলির সেরা উপহার, ১০ হাজার টাকার কমে স্মার্টফোন, ইয়ারবাডস, পাওয়ার ব্যাঙ্ক, হেয়ার ড্রায়ার
Diwali Best Gift Ideas - দিওয়ালি গিফট Dream Pocket High-Speed Hair Dryer, Portronics Boosty 5K Power Bank, Sony WF-C510 Earbuds, itel A50, Infinix Hot 50 5G
দীপাবলি উপলক্ষে অনেকেই নিজের পরিবার-পরিজন অথবা বন্ধুদের বিভিন্ন উপহার দিয়ে থাকেন। তবে অনেকেই আছেন, যারা দীপাবলিতে নিজের প্রিয় মানুষদের কি উপহার দেবেন সেটা ঠিক করে উঠতে পারেন না। তাই এই প্রতিবেদনে আমরা ১০,০০০ টাকার মধ্যে উপলব্ধ ওয়্যারলেস ইয়ারবাড, স্মার্টফোন, পাওয়ার ব্যাঙ্ক এবং হেয়ার ড্রায়ার-এর সম্পর্কে জানাবো। এই প্রোডাক্টগুলি যে কেউ তাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্যও কিনতে পারেন।
দিওয়ালি গিফট হিসাবে ১০ হাজার টাকার কমে হেয়ার ড্রায়ার
Dream Pocket High-Speed Hair Dryer: দাম ৭,৯৯৯
এই উৎসবের মরশুমে ড্রিম পকেট হাই স্পিড হেয়ার ড্রায়ার পেয়ে যাবেন মাত্র ৭,৯৯৯ টাকায়। আর এটি আপনি কিনতে পারবেন জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে। জানিয়ে রাখি এই ড্রায়ারে ব্যবহার করা হয়েছে ১১০,০০০ আরপিএম মোটর।
দীপাবলির উপহার হতে পারে পাওয়ার ব্যাঙ্ক
Portronics Boosty 5K Power Bank: দাম ২,১৫১ টাকা
আপনি যদি সাশ্রয়ী মূল্যে নিজের জন্য কোনো পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান অথবা উপহার হিসেবে দিতে চান, তাহলে আপনি পোরট্রনিক্স বুস্টি ৫কে পাওয়ার ব্যাঙ্কটি কিনতে পারেন। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে ১৫ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং-এর পাশাপাশি কুড়ি ওয়াট টাইপ-সি পিডি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। সংস্থার দাবি এটি ৩০ মিনিটের মধ্যে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিভাইস চার্জ করতে সক্ষম। আর এটি এখন অ্যামাজন সহ অন্যান্য অনলাইন শপিং প্ল্যাটফর্মে উপলব্ধ।
দিওয়ালির সেরা উপহার ইয়ারবাডস
Sony WF-C510 Earbuds: দাম ৩,৯৯০ টাকা
ইয়ারবাডস এখন ব্যাপক জনপ্রিয়। আর সনির এই ইয়ারবাডস এখন যেকোনো অনলাইন অথবা অফলাইন স্টোরে মাত্র ৩,৯৯০ টাকায় পেয়ে যাবেন এতে আছে ডিজিটাল সাউন্ড ইঞ্জিন (DSEE), আইপি এক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্ট, ফাস্ট পেয়ার সাপোর্ট এবং বিল্ড-ইন মাইক্রোফোন সাপোর্ট সহ মাল্টিপল কানেকশন। এটি চার্জিং কেস সহ ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফও অফার করে।
দিওয়ালি গিফট হিসাবে সস্তা স্মার্টফোন
itel A50: দাম ৬,০৯৯ টাকা
বর্তমানে ভারতের সবথেকে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি হলো আইটেল এ৫০। এই ডিভাইসটি ৩ জিবি র্যাম এবং ৪ জিবি র্যাম, এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। যেগুলির দাম যথাক্রমে ৬,০৯৯ টাকা এবং ৬,৪৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১৪ ওএস দ্বারা চালিত এবং চিত্তাকর্ষক ফিচার বিশিষ্ট ডিভাইসটি আপনি যে কোনো অনলাইন অথবা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
১০,০০০ টাকার মধ্যে ৫জি স্মার্টফোন
Infinix Hot 50 5G: দাম ৯,৯৯৯ টাকা
আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে একটি ৫জি স্মার্টফোন কিনতে চান অথবা নিজের কোনো প্রিয় মানুষকে উপহার দিতে চান, তাহলে ইনফিনিক্সের হট ৫০ ৫জি ডিভাইসটি আপনার জন্য সেরা হতে পারে। কারণ, এতে আছে স্লিক ডিজাইন, বড় ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। আর এটি আপনি এখন ফ্লিপকার্ট থেকে সহজেই কিনতে পারবেন।