নতুন Ducati Multistrada V2 আগামীকাল দেশে আত্মপ্রকাশ করছে, সব বৈশিষ্ট্য এক নজরে
দীর্ঘদিন ধরেই Ducati Multistrada V2 মোটরসাইকেলটি খবরের শিরোনামে রয়েছে। বিক্রির ঊর্ধ্বমুখী রেখচিত্র বজায় রাখতে ডুকাটি এবারে Multistrada V2 অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটি আগামীকাল ভারতে লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে ২৫ এপ্রিল ভারতের বাজারে পা রাখতে চলেছে নতুন মডেলটি। দীর্ঘদিন ধরেই অ্যাডভেঞ্চারপ্রেমী সংস্থার গ্রাহকরা নতুন মডেলটি আসার জন্য অপেক্ষা করে ছিলেন। ডুকাটির ঘোষিত ২০২২-এর ১১টি আপকামিং লঞ্চের মধ্যে এটিও একটি। ভারতের বাজারে বিক্রি হওয়া Multistrada 950-এর উত্তরসূরী হিসেবে আসতে চলেছে এটি।
2022 Ducati Multistrada V2 প্রিমিয়াম বাইকটি ৯৩৭ সিসি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিন সহ আসছে। যা থেকে সর্বোচ্চ ১১১.৫ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক পাওয়া যাবে। Multistrada 950-এর মতোই এতেও থাকছে ৬-স্পিড গিয়ার বক্স। নতুন ইঞ্জিন ছাড়াও গাড়িটির সার্বিক ওজন (কার্ব) ৫ কেজি Multistrada 950-এর চাইতে কম হবে।
আন্তর্জাতিক বাজারে এই বাইক দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ - Standard ও Multistrada S। অনুমান করা হচ্ছে ভারতের বাজারেও এই দুটি ভ্যারিয়েন্টই লঞ্চ করবে ডুকাটি। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে সংস্থার তরফে কোনো নিশ্চিতবার্তা পাওয়া যায়নি। ফিচারের তালিকায় দেখা মিলবে এবিএস, ডুকাটি কর্নারিং লাইট, ভেহিকেল হোল্ড কন্ট্রোল। এছাড়া এতে থাকছে চারটি রাইডিং মোড - স্পোর্ট, ট্যুরিং, আরবান এবং এনডুরো।
আবার আরও প্রিমিয়াম ‘S’ ভ্যারিয়েন্টে থাকবে ডুকাটি কুইক শিফট আপ অ্যান্ড ডাউন, একটি ৫ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে, একটি ক্রুজ কন্ট্রোল সিস্টেম এবং ব্যাকলিট হ্যান্ডেলবার কন্ট্রোল। আন্তর্জাতিক বাজারে Ducati Multistrada V2-এর দাম ১৫,২৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১.৩৫ লক্ষ টাকার সমান। এবং ‘S’ ভ্যারিয়েন্টটির মূল্য ১৭,৮৯৫ ডলার (প্রায় ১৩.২৮ লক্ষ টাকা)। তবে নতুন মডেলটির দাম ভারতে ১৬ লক্ষ টাকার (এক্স-শোরুম) বেশি রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। বাজারে এলে BMW F900 XR-এর সাথে সম্মুখ সমরে নামবে ডুকাটির নতুন বাইকটি।