Ducati Multistrada V2: দেশে অত্যাধুনিক প্রযুক্তির বাইক লঞ্চ করল ডুকাটি, দুর্দান্ত স্টাইলের সঙ্গে জম্পেশ ফিচার
অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুখবর! কথা মতোই আজ ভারতের বাজারে লঞ্চ হল ডুকাটি (Ducati)-র দুর্ধর্ষ বাইক Multistrada V2। নতুন মডেলটি আগের তুলনায় অধিক আরামদায়ক রাইডিংয়ের প্রতিশ্রুতি সহ এসেছে। এটি হ্যান্ডলিং করা আরও সহজ। আবার টুইন সিলিন্ডার ইঞ্জিন সহ হাজির হয়েছে অ্যাডভেঞ্চার বাইক Ducati Multistrada V2। চলুন বাইকটির নতুন দাম সহ অন্যান্য খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২ ফিচার্স (Ducati Multistrada V2 Features)
ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে - V2 ও V2 S (হায়ার-স্পেক)। Multistrada V4-এর মতো এতে অ্যালুমিনিয়াম ডিস্ক ব্রেক, মিরর এবং অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এতে উপস্থিত এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর। S ভার্সনটিতে ফুল এলইডি হেডল্যাম্প, ডুকাটি কর্নারিং লাইট এবং ডুকাটি কুইক শিফ্ট আপ অ্যান্ড ডাউন রয়েছে।
আগের মডেলটির তুলনায় ২০২২ ভার্সনটির সার্বিক ওজন (কার্ব) ৫ কেজি কম বলে দাবি করা হয়েছে। ব্ল্যাক রিমের সাথে একটি ক্লাসিক ডুকাটি রেড পেইন্ট থিম সহ এসেছে মোটরসাইকেলটি। আবার হায়ার-স্পেক V2 S মডেলে ডিজাইন এলিমেন্টের মধ্যে একটি নতুন স্ট্রীট গ্রে লিভারি সহ ব্ল্যাক ফ্রেম এবং জিটি রেড রিমের সাথে বাজারে পা রেখেছে।
নতুন প্রযুক্তি বলতে এতে যুক্ত হয়েছে চারটি রাইডিং মোড - স্পোর্ট, ট্যুরিং, আরবান এবং এনডুরো। উল্লেখযোগ্য ফিচারের তালিকায় উপস্থিত ডিটিসি এবিএস, ভেহিকেল হোল্ড কন্ট্রোল, হাই ভিসিবিলিটি এলসিডি। অন্যদিকে টপ-স্পেক মডেলে একটি হাই রেজোলিউশন ৫-ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে আছে।
ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২ ইঞ্জিন (Ducati Multistrada V2 Engine)
Ducati Multistrada V2 একটি ৯৩৭ সিসি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিনে দৌড়বে। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে ১১৩ বিএইচপি শক্তি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে ৯৪ এনএম টর্ক আউটপুট পাওয়া যাবে।
ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২ দাম ও প্রতিদ্বন্দ্বী (Ducati Multistrada V2 Price & Rivals)
Ducati Multistrada V2-এর দাম ১৪.৬৫ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অন্যদিকে Ducati Multistrada V2 S-এর মূল্য ১৬.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Triumph Tiger 900 ও BMW F 900 XR বাইক দুটির সাথে Multistrada V2-র জোরদার টক্কর চলবে।