Earn money: অর্থ আয়ের সুযোগ নিয়ে হাজির হচ্ছে Instagram, TikTok, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর
Earn Online from Instagram, TikTok: কনটেন্ট প্রস্তুতকারকদের জন্য উপার্জনের চমৎকার উপায় নিয়ে হাজির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) এবং টিকটক (TikTok)। এবার থেকে এই উভয় মাধ্যমের সঙ্গে জড়িত ক্রিয়েটরেরা কনটেন্ট প্রদর্শনের বিনিময়ে দর্শকদের কাছ থেকে সাবস্ক্রিপশন মূল্য (Subscription fee) আদায় করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে পছন্দের ক্রিয়েটরের বিশেষ বিশেষ ভিডিও ও অন্যান্য কনটেন্ট দেখার জন্য আগ্রহীকে নির্ধারিত পরিমাণ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, মার্কিন মুলুকের ক্রিয়েটরদের জন্য Instagram কর্তৃপক্ষ এর মধ্যেই সাবস্ক্রিপশন ভিত্তিক কনটেন্ট প্রদর্শনের সুবিধা চালু করেছে। তাছাড়া TikTok ক্রিয়েটরদের জন্যেও খুব দ্রুত পেইড সাবস্ক্রিপশনের (Paid Subscription) বিকল্প নিয়ে আসতে চলেছে বলে খবর।
পরীক্ষামূলকভাবে সাবস্ক্রিপশন নির্ভর কনটেন্ট প্রদর্শনের সুবিধা খতিয়ে দেখছে Instagram
অবগতির জন্য জানিয়ে রাখি, ইন্সটাগ্রামের আলোচ্য সাবস্ক্রিপশন নির্ভর কনটেন্ট প্রদর্শনের সুবিধাটি বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। এক্ষেত্রে মাত্র ১০ জন কনটেন্ট নির্মাতাকে সাথে নিয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ ফিচারটিকে খতিয়ে দেখছে। আগামী সপ্তাহে আরো একাধিক ক্রিয়েটরকে এই পরীক্ষামূলক সফরে শামিল করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
Instagram -এর আসন্ন সাবস্ক্রিপশন মডেল
ভবিষ্যতে ইনস্টাগ্রামে আমাদের আলোচ্য ফিচারের অন্তর্ভুক্তি ঘটলে কনটেন্ট প্রস্তুতকারকদের সামনে ঠিক কত টাকা আয়ের (earn money) পথ খোলা থাকবে তা নিয়ে অনেকের মধ্যেই জিজ্ঞাসা রয়েছে। এর জবাবে বলে রাখি, প্রাথমিকভাবে ক্রিয়েটরদের জন্য মোট আটটি দামের বিকল্প রাখা হচ্ছে। এক্ষেত্রে তারা মাসিক ৭৪ টাকা (০.৯৯ মার্কিন ডলার) থেকে ৭,৫০০ টাকা (৯৯.৯৯ মার্কিন ডলার) পর্যন্ত সাবস্ক্রিপশন চার্জের বিনিময়ে কনটেন্ট অফার করতে পারবেন। তবে যে সমস্ত কনটেন্ট নির্মাতারা অপেক্ষাকৃত কম মূল্যে সাবস্ক্রিপশন সরবরাহ করতে পারবেন, তাদের অনুসরণকারীর সংখ্যাও যে বেশি হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।
এদিকে টাকার বিনিময়ে যারা সাবস্ক্রিপশন কিনবেন, সাধারণ ব্যবহারকারীদের থেকে তাদের আলাদাভাবে চিহ্নিতকরণের জন্য ইনস্টাগ্রামের বিশেষ ভাবনা রয়েছে। এজন্য সাবস্ক্রাইবারদের নামের পাশে সংস্থাটি বেগুণী রঙের ব্যাজ প্রদান করবে। এর ফলে ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট প্রস্তুতকারকের সাথে অনুসরণকারীদের সম্পর্ক আরও মজবুত হবে বলে ইনস্টাগ্রামের বক্তব্য।
ক্রিয়েটর কমিউনিটি বৃদ্ধির জন্য Paid Subscription চালুর পথে TikTok
TechCrunch -কে দেওয়া এক বিবৃতিতে TikTok -এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্রিয়েটর কমিউনিটির পাশে দাঁড়াতে তারাও ভবিষ্যতে ইনস্টাগ্রামের পথে হাঁটার কথা ভাবছে। সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে আমরা টিকটকে পেইড সাবস্ক্রিপশন ফিচারের দেখা পেতে পারি। এর ফলে সেখান থেকেও ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট প্রস্তুতকারকেরা বড় অঙ্ক উপার্জন করতে পারবেন। তবে এ সম্পর্কে টিকটক এখনো বিস্তারিত কিছুই জানায়নি। তাই কবে এই জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্মে আলোচ্য ফিচারের দেখা মিলবে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।