আবার ধনবৃষ্টি রোহিতদের জন্য, বিশ্বকাপজয়ী এই চারজন প্লেয়ারের জন্য ১১ কোটির পুরস্কার ঘোষনা মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর

By :  SUMAN
Update: 2024-07-05 16:36 GMT

ইতিমধ্যে ভারতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় প্রায় এক সপ্তাহের পথে। এক সপ্তাহ হতে এলেও, বিশ্বকাপ জয়ের আনন্দ ভারতীয়দের কাছে একবিন্দুও কমেনি। গতকাল মুম্বাই শহরের চিত্র তা যেন বুঝিয়ে দিয়েছে। দীর্ঘ সময়ের অপেক্ষার পর এমন দিন আসায় বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিল লক্ষাধিক ভক্ত। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে এখনো চলছে খুশির আমেজ।

তবে গতকাল রোড শোয়ের পর ভারতীয় তারকারা নিজের নিজের গন্তব্যস্থলে ফিরেছে। আর ফিরতে না ফিরতেই নিজেদের শহরের মানুষের ভিড় উপচে পড়ছে তাদের দেখার জন্য৷ এছাড়াও খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া থেকে শুরু করে পুরস্কার সবকিছুই হাতে তুলে দিচ্ছেন সেইসকল রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা ঘোষণা করলেও, এবার পালা রাজ্য সরকারের।

সম্প্রতি দেশে ফিরতে না ফিরতেই ভারতীয় দলে থাকা মুম্বাইয়ের তারকাদের হাতে শাল এবং গনেশ মূর্তি তুলে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ার। অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে বিশ্বকাপ ট্রফি আসায় খুব গর্ববোধ করছেন মহারাষ্ট্রের মানুষ। তাই এবার তাদের যোগ্য সম্মান দিতে রোহিত সহ সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালের জন্য ১১ কোটি টাকা পুরস্কার তুলে দিলেন স্থানীয় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মুম্বাইয়ের বিধান ভবনে এই চারজন মুম্বাইয়ের ক্রিকেটারকে নিয়ে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানটি৷ সেখানেই চারজন ক্রিকেটারকে সংবর্ধনা থেকে শুরু করে মোটা অর্থ পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ওই অনুষ্ঠানে বার্বাডোজের মাটিতে জয়ের মুহূর্ত নিয়েও মুখ খুলতে শোনা গেছে অধিনায়ক রোহিত শর্মাকে। এমনকি ওই অনুষ্ঠানে সূর্যকুমার যাদবের ক্যাচটি নিয়ে মজার কথা জানান রোহিত। অধিনায়কের কথায়, ক্যাচ ধরে সূর্যকুমার এসে বলে, বল তার হাতে বসে গিয়েছিল। ঈশ্বর সহায় যে তার হাতেই বলটি বসে গিয়েছিল। নাহলে তাকেই মাঠের বাইরে বসাতে হতো আমাকে।

Tags:    

Similar News