প্রতি কেনাকাটায় অর্থলাভ, Flipkart ও Axis ব্যাংকের দৌলতে শপিং হবে মন খুলে

By :  techgup
Update: 2022-11-07 07:50 GMT

অনলাইন খুচরো বিক্রেতাদের পণ্য ক্রয়কারী ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি Flipkart এবং Axis Bank-এর যৌথ উদ্যোগে একটি নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করা হয়েছে। সদ্য লঞ্চ হওয়া এই Flipkart Axis Bank Super Elite ক্রেডিট কার্ডটি অন এবং অফ-ফ্লিপকার্ট পারচেজের জন্য ব্যবহার করা যেতে পারে। এই কার্ডটির মাধ্যমে একাধিক আকর্ষণীয় সুবিধা পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। Flipkart-এর রিওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ট্রানজ্যাকশনের পরে গ্রাহকরা সুপারকয়েনস উপার্জন করতে পারবেন, যেগুলি অতিরিক্ত ডিল এবং ডিসকাউন্টের জন্য ব্যবহার করা যাবে। তদুপরি, এই কার্ডধারীরা বেশ কয়েকটি ইন্সেন্টিভ পেতেও সক্ষম হবেন। ফলে বছরের শেষান্তে জমিয়ে কেনাকাটা করার জন্য ইউজারদের কাছে যে এক দুর্দান্ত সুযোগ এসে গেল, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। চলুন, নতুন লঞ্চ হওয়া Flipkart Axis Bank Super Elite ক্রেডিট কার্ডটিতে উপলব্ধ সুবিধাসমূহ এবং এটি হাতে পেতে গেলে কী করতে হবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Flipkart Axis Bank Super Elite ক্রেডিট কার্ডে উপলব্ধ সুবিধাসমূহ

  • কার্ড অ্যাক্টিভেট হওয়া মাত্রই ৫০০ টি সুপারকয়েন
  • ফ্লিপকার্ট ফ্লাইটে ১৫ শতাংশ ছাড়
  • ফ্লিপকার্ট হেলথ+ (Flipkart Health+) থেকে কেনা আইটেমগুলিতে ৩০ শতাংশ ছাড়
  • মিন্ত্রা (Myntra)-য় ৫০০ টাকা ছাড়
  • ক্লিয়ার ট্রিপ (Clear Trip)-এর মাধ্যমে বুক করা ফ্লাইটগুলিতে ১০ শতাংশ ছাড়
  • ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium)-এ দুই মাসের ট্রায়াল মেম্বারশিপ
  • ক্লিয়ার ট্রিপের মাধ্যমে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড়
  • ১ বছরের জন্য লেন্সকার্ট গোল্ড মেম্বারশিপ (Lenskart Gold Membership)
  • গানা প্লাস (Gaana Plus)-এ তিন মাসের ট্রায়াল সাবস্ক্রিপশন

প্রসঙ্গত জানিয়ে রাখি, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক সুপার এলিট কার্ড মারফত ফ্লিপকার্টে ক্রেতাদের খরচ করা প্রতি ১০০ টাকার বিনিময়ে তাদেরকে ১২ টি অতিরিক্ত সুপারকয়েন দেওয়া হবে। এছাড়া, ফ্লিপকার্ট ব্যতীত অন্যত্র করা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রতি ১০০ টাকার জন্য দুটি সুপারকয়েন পেতে সক্ষম হবেন সুপার এলিট ক্রেডিট কার্ডধারীরা। তদুপরি, এই কার্ড ব্যবহার করলে ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) মেম্বাররা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। আলোচ্য কার্ডটির সৌজন্যে ফ্লিপকার্ট প্লাসের সদস্যরা ২,৫০০ টাকা বা তার বেশি মূল্যের যে-কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ৪০০ টি পর্যন্ত সুপারকয়েন আয় করতে পারবেন। অন্যদিকে, ২,৫০০ বা তার বেশি টাকার কেনাকাটা করলে সর্বাধিক ২০০ টি সুপারকয়েন পাবেন নন-প্লাস মেম্বাররা। তদুপরি, সুপার এলিট ক্রেডিট কার্ড ব্যবহার করলে নির্বাচিত কয়েকটি রেস্তোঁরায় ২০% ছাড় পাওয়া যাবে। সেইসাথে, গ্যাসোলিন সারচার্জের ক্ষেত্রে ১% ছাড়ের সুবিধাও মিলবে।

উল্লেখ্য যে, এই সুপারকয়েনগুলি গ্রাহকরা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। এই রিওয়ার্ডগুলি ফ্লিপকার্ট ছাড়া মিন্ত্রা (Myntra), ক্লিয়ার ট্রিপ (Clear Trip), ফোনপে (PhonePe), ইউটিউব (YouTube), হটস্টার (Hotstar), সোনিলিভ (SonyLIV), জি৫ (Zee5), ডোমিনোজ (Domino's), জোম্যাটো (Zomato), লিফ (Leaf), বোট (boAt), নয়েজ (Noise), এয়ারটেল (Airtel), মোবিকুইক (MobiKwik) এবং পেটিএম (Paytm)-এও ব্যবহার করা যেতে পারে।

কারা এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন?

Flipkart-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতনভোগী কর্মীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ৩০,০০০ টাকা বা তার বেশি আয়সম্পন্ন উপার্জনকারী এবং স্ব-নিযুক্ত ব্যবসায়িক পেশাদাররাও Flipkart Axis Bank Super Elite ক্রেডিট কার্ড হাতে পেতে সক্ষম হবেন। কার্ডটির জন্য আবেদন করতে হলে ইউজারদেরকে ডেডিকেটেড ওয়েবসাইটে যেতে হবে এবং "অ্যাপ্লাই নাউ" (Apply now) বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপর ব্যবহারকারীদের রেজিস্টার্ড সেলফোন নম্বরে একটি এসএমএস আসবে। এই এসএমএসটিতে একটি লিঙ্ক থাকবে, যেটিকে ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য যে, Super Elite ক্রেডিট কার্ডের মেম্বারশিপ নিতে হলে খরচ পড়বে ৫০০ টাকা, এবং এটি গ্রাহকদের ফার্স্ট স্টেটমেন্টে অ্যাড হবে। এরপর যখন আগামী বছর ইউজারদের ব্যয় ২ লক্ষ টাকায় পৌঁছে যাবে, তখন এই ফি-টি বাদ দিয়ে দেওয়া হবে।

Tags:    

Similar News