৬০০০ mAh ব্যাটারি সহ আজ আসছে Gionee Pro Max, জানুন দাম

By :  PUJA
Update: 2021-03-01 04:39 GMT

আজ ভারতে লঞ্চ হবে Gionee Pro Max। এই ফোনটি গতবছর আসা Gionee Max এর আপগ্রেড ভার্সন হবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরী করেছে। যেখানে এর বিশেষ বিশেষ ফিচার গুলি উল্লেখ করা আছে। জিওনি প্রো ম্যাক্স এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হবে এর ব্যাটারি। ফোনটি ৬,০০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হবে। আবার এতে থাকবে এইচডি প্লাস ডিসপ্লে।

Gionee Pro Max এর দাম (সম্ভাব্য) ও লঞ্চের সময়

গতবছর জিওনি ম্যাক্স ফোনটি ৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। যদিও এখন ফোনটি ৫,৪৯৯ টাকায় পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি Gionee Pro Max এর ভারতে দাম রাখা হবে ৬,৯৯৯ টাকার কাছাকাছি।

ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, এই ফোনটি আজ দুপুর ১২ টায় ভারতে পা রাখবে। এরজন্য কোম্পানির তরফে কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়নি। অর্থাৎ ফোনটি সরাসারি ফ্লিপকার্টেই লঞ্চ হবে বলা চলে।

Gionee Pro Max এর স্পেসিফিকেশন

টিজার পেজ অনুযায়ী, জিওনি প্রো ম্যাক্স ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এই ফোনটি ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্ল সহ আসবে। বড় ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটি ভিডিও বা গেম খেলার জন্য উপযুক্ত হবে। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ।

পাওয়ারের জন্য এতে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য থাকতে পারে মাইক্রো ইউএসবি পোর্ট। আবার সিকিউরিটির জন্য পাওয়া যেতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সহ আসবে। বর্গাকার ক্যামেরা সেটআপ এর মধ্যে এলইডি ফ্ল্যাশ থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News