বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জনের টোপ! জনপ্রিয় ১৫০টি অ্যাপ নিষিদ্ধ করলো Google Play Store

By :  SUPARNAMAN
Update: 2021-10-27 16:13 GMT

এবার প্লে-স্টোরে উপলব্ধ ক্ষতিকারক ১৫০টি অ্যাপ্লিকেশনের উপরে নিষেধাজ্ঞা নামিয়ে আনলো গুগল (Google)। UltimaSMS ক্যাম্পেইনের অংশ হিসেবে এদের বিরুদ্ধে অসংখ্য ব্যবহারকারীকে প্রতারণার অভিযোগ রয়েছে। SMS জালিয়াতির কাজে সিদ্ধহস্ত এই অ্যাপগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞাপন দেখে মোটা অঙ্কের টাকা উপার্জনের লোভ দেখিয়ে ইউজারদের ফাঁদে ফেলতো। এজন্য দরকারি প্রিমিয়াম এসএমএস সাবস্ক্রিপশন নেওয়ার বদলে এরা বহু ইউজারের কাছ থেকে অর্থ আদায় করত। তবে সাবস্ক্রিপশন নেওয়ার পর কোনো বিজ্ঞাপন দেখা যেত না। তাই উপার্জনের লোভ দেখালেও আলোচ্য অ্যাপগুলি শেষ পর্যন্ত ইউজারের ক্ষতির কারণ হয়ে উঠেছিল। একারণেই Google Play Store থেকে এদের অপসারিত করা হয়েছে।

সিকিউরিটি সংস্থা Avast জানিয়েছে যে, নিষিদ্ধ হওয়ার আগে আলোচ্য অ্যাপগুলি ১০.৫ মিলিয়নের চেয়েও বেশিবার ডাউনলোড করা হয়েছে। প্রকৃতির দিক থেকে এদের মধ্যে বিশেষ প্রভেদ নেই। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নিষেধাজ্ঞার সম্মুখীন ১৫০টি অ্যাপ্লিকেশন কোনো একটি নির্দিষ্ট দেশ বা ভৌগলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। বরঞ্চ সারা বিশ্বজুড়েই এদের দ্বারা আক্রান্ত ইউজারের খোঁজ মিলেছে।

নিষিদ্ধ স্ক্যাম অ্যাপ্লিকেশনগুলির কর্মপদ্ধতি

আলোচ্য ১৫০টি অ্যাপ্লিকেশনের (নাম প্রকাশ্যে আসেনি) প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যার পর Avast তাদের কর্মপদ্ধতির উপরেও আলোকপাত করেছে। তাদের মতে ইনস্টল করার সাথে সাথেই এইজাতীয় অ্যাপ্লিকেশন ইউজারের লোকেশন বা অবস্থান, আইএমইআই (IMEI) নম্বর ও দেশের এরিয়া কোড হাসিল করে। এভাবে এদের পক্ষে ব্যবহারকারীর স্থানীয় ভাষা বুঝে নেওয়া সহজ হয়। ফলে অ্যাপ ওপেন করলেই ব্যবহারকারী নিজের ভাষায় নির্দেশ দেখতে পান।

এবার অত্যন্ত সুচতুরভাবে এই অ্যাপেরা আগ্রহীর ফোন নম্বর, ই-মেইল আইডি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে নেয়। এরপর বিজ্ঞাপন দেখার ফিচার সক্রিয় করার জন্য ইউজারদের প্রিমিয়াম এসএমএস পরিষেবা সাবস্ক্রাইব করতে বলে। কিন্তু অর্থ মেটানোর (৪০ ডলার) পরেও গ্রাহকেরা বিজ্ঞাপন দেখতে ব্যর্থ হন! তাছাড়া অনেক সময় অ্যাপ্লিকেশনটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে অর্থের অপচয় ছাড়া কোনো কাজের জন্য অ্যাপটি ব্যবহার করা যায় না।

ক্ষতিকারক SMS স্ক্যাম অ্যাপ্লিকেশন থেকে বাঁচতে হলে যা করবেন

১। নিজস্ব মোবাইল ক্যারিয়ারের প্রিমিয়াম এসএমএস বিকল্প নিষ্ক্রিয় করে রাখুন।

২। যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে তার সম্পর্কে লিখিত রিভিউগুলি পড়ে দেখুন।

৩। বিশ্বাসযোগ্য মনে না হলে অ্যাপ্লিকেশনে ফোন নম্বর প্রদান থেকে বিরত থাকুন।

৪। সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোরগুলি (Google Play Store, Apple App Store) থেকে অ্যাপ ডাউনলোড করুন।

Tags:    

Similar News