Google Chrome: ডিভাইস হ্যাকের আশংকা, তড়িঘড়ি নতুন আপডেট আনল গুগল

By :  SUPARNAMAN
Update: 2021-10-30 12:44 GMT

ইউজারদের জন্য প্রকাশ্যে এলো Google Chrome ব্রাউজারের নতুন আপডেট। এই আপডেট ইনস্টল করলে ব্যবহারকারীরা মোট আটটি সিকিউরিটি ত্রুটির হাত থেকে রেহাই পাবেন। এর মধ্যে দুটি অত্যন্ত বিপজ্জনক জিরো-ডে দুর্বলতা, যার সুযোগ নিয়ে হ্যাকারেরা ইতিমধ্যেই অসংখ্য ডিভাইসে ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করেছে। সুতরাং অ্যাটাকারদের হাত থেকে নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখতে হলে Google Chrome ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজারের নতুন আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, উইন্ডোজ (Windows), ম্যাক (Mac), লিনাক্স (Linux) সিস্টেম দ্বারা পরিচালিত ডিভাইস ব্যবহারকারীরা আগামী কয়েকদিনের মধ্যে গুগল ক্রোমের নয়া 95.0.4638.69 আপডেট পেয়ে যাবেন। গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন আপডেটে তারা দুটি বিপজ্জনক সিকিউরিটি ত্রুটির সমাধান করেছে। এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে অ্যাটাকারেরা ইতিমধ্যেই বহু ডিভাইস হ্যাক করার প্রচেষ্টা চালিয়েছে বলে গুগলের বক্তব্য।

দুটি ক্ষতিকারক জিরো-ডে দুর্বলতা ছাড়াও চলতি আপডেট ব্যবহারকারীদের আরো ছয়টি সিকিউরিটি ত্রুটি থেকে সুরক্ষা দেবে। এই নিয়ে চলতি বছরে গুগল মোট ১৫টি সিকিউরিটি সমস্যার বিরুদ্ধে উপযুক্ত প্রতিরোধ গড়ে তুললো। ফলে নিজেদের ডিভাইসকে সর্বদা ম্যালওয়্যার ও ক্ষতিকারক অ্যাটাকারদের বিপদ থেকে মুক্ত রাখতে নির্দিষ্ট সময় অন্তর ক্রোমের নতুন আপডেট ডাউনলোড একমাত্র উপায়।

অবগতির জন্য জানিয়ে রাখি, নয়া 95.0.4638.69 আপডেট ডাউনলোডের জন্য Chrome ব্যবহারকারীরা ম্যানুয়াল পদ্ধতি বেছে নিতে পারেন। ম্যানুয়ালি আপডেট উপলব্ধ কিনা তা যাচাই করতে হলে -

১. Chrome ব্রাউজারের হোমপেজ ওপেন করে উপরে ডানদিকের থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে।

২. এরপর যথাক্রমে Help > About Google Chrome বিকল্প বেছে নিতে হবে।

৩. এখানে ব্যবহারকারী তার ব্রাউজারের সাম্প্রতিক ভার্সন দেখে নিতে পারবেন। নতুন আপডেট উপলব্ধ হলে তারা এখান থেকেই নতুন ভার্সন ডাউনলোড করতে পারবেন।

Tags:    

Similar News