PAN-Aadhaar Linking: প্যান-আধার লিঙ্ক নিয়ে বড় আপডেট, নয়া ঘোষণা মোদী সরকারের

Aadhaar-Pan কার্ড লিঙ্ক করার শেষ তারিখ জানিয়ে দিল কেন্দ্র। নির্ধারিত তারিখের মধ্যে না করলে হবে জরিমানা, যা সম্প্রতি দ্বিগুণ করেছে সরকার।

Update: 2024-11-16 08:48 GMT

PAN-Aadhaar Linking

আর্থিক প্রতারণা ঠেকাতে আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Aadhaar-Pan Link) করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর, ২০২৪ এর আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে যারা প্যান এবং আধার লিঙ্ক করবেন না তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এর ফলে লেনদেন-সহ একাধিক বিষয়ে সমস্যায় পড়তে পারেন তারা।

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে ব্যর্থ হলে কত টাকা জরিমানা হবে এবার তা শীঘ্রই ঘোষণা করবে কেন্দ্র। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পরে যারা তাদের ডকুমেন্ট জমা করবে তাদের জরিমানা করা শুরু করবে আয়কর বিভাগ।

প্রসঙ্গত, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বছরের ফেব্রুয়ারিতে লোকসভায় লিখিত উত্তরে জানিয়েছিলেন, ১ জুলাই ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক না করায় জরিমানা বাবদ ৬০১.৯৭ কোটি টাকা আদায় করা হয়েছে।

প্যান-আধার লিঙ্ক করার খরচ?

৩০ জুন, ২০২৪ পর্যন্ত বিনামূল্য ছিল আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক। বর্তমানে খরচ ১,০০০ টাকা। এর আগে ছিল ৫০০ টাকা। কিন্তু এখন তা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। এর মানে বর্তমানে প্যানের সাথে আপনার আধার লিঙ্ক করতে হলে ১,০০০ টাকা দিতে হবে।

দেশে কতগুলি প্যান কার্ড রয়েছে?

২০২৪ সালের মার্চ পর্যন্ত, দেশের ৭৪ কোটিরও বেশি লোকের কাছে প্যান কার্ড রয়েছে। এর মধ্যে ৬০.৫ কোটি মানুষ আধারের সাথে তাদের প্যান লিঙ্ক করেছেন। গত বছরের নভেম্বর থেকে একটি আরটিআই প্রতিক্রিয়া অনুসারে, আধারের সাথে লিঙ্ক না করার কারণে আয়কর বিভাগ ১১.৫ কোটি প্যান নিষ্ক্রিয় করেছে।

কীভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন?

প্যান-আধার লিঙ্ক করার জন্য প্রথমে আয়কর ওয়েবসাইটগুলিতে যান: eportal.incometax.gov.in বা incometaxindiaefiling.gov.in

তারপর ইউজার আইডি দিয়ে প্যান নম্বর লিখে রেজিস্টার করুন।

আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য একটি পপ-আপ উইন্ডো প্রদর্শিত হবে।

যদি পপ-আপ না দেখা যায়, প্রোফাইল সেটিংসে যান এবং লিঙ্ক আধার-এ ক্লিক করুন।

আপনার প্যান কার্ডের বিশদ বিবরণ (নাম, জন্ম তারিখ, লিঙ্গ) এবং সেটি আধারের সঙ্গে মিল রয়েছে কিনা যাচাই করুন।

তারপর Link Now বাটনে ক্লিক করুন।

এবার প্যান আধারের সাথে লিঙ্ক হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি বার্তা ভেসে উঠবে স্ক্রিনে।

Tags:    

Similar News