India vs Pakistan: রাতে পিৎজা লাগলে বলবেন, পাকিস্তান ক্রিকেট টিম নিয়ে ঠাট্টা Zomato-র
আর কিছুক্ষণ পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ - ভারত ও পাকিস্তান। স্বভাবতই হাজার ভোল্ট উত্তেজনার এই ম্যাচকে কেন্দ্র করে উভয় দেশের বাসিন্দাদের মধ্যে উদ্দীপনার শেষ নেই। ফলে নিজের দল মাঠে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের মধ্যে বাক্যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধে এবার ঘৃতাহুতি দিলো অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato -র টুইট! পাকিস্তানের ক্রিকেট দলকে ঠাট্টা করে সংস্থাটি আজ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাদের অতীত পারফর্মেন্সের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আর এতেই খুব চটেছেন পাকিস্তান সমর্থকেরা।
আসলে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তান অত্যন্ত লজ্জাজনক হারের সম্মুখীন হয়। সেই টানটান উত্তেজনার ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে হাই তুলছিলেন পাকিস্তানের উইকেটকিপার অধিনায়ক সরফরাজ আহমেদ! ফলে ম্যাচ হারের পর পাকিস্তান সমর্থকেরা দেশ অধিনায়কের শারীরিক ভাষ্যের সমালোচনায় মেতে ওঠেন। গোটা বিশ্বের সামাজিক মাধ্যমেও সেই নিয়ে ট্রোলিংয়ের শিকার হন সরফরাজ। এর মধ্যে ম্যাচের সময় মাঠে উপস্থিত একজন দর্শকের প্রতিক্রিয়া সবথেকে জনপ্রিয়তা পায়। সেই দর্শকের অভিযোগ ছিলো ফিটনেসের কথা ভুলে ম্যাচের আগের দিন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যেরা বার্গার খেতে ব্যস্ত ছিলেন!
উপরোক্ত অভিযোগের কথা স্মরণ করিয়ে দিতেই Zomato আজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে ঠাট্টা ছুঁড়ে দেয়। বিপক্ষ দলকে সরাসরি মেনশন করে খাবার সরবরাহকারী সংস্থাটি তাদের টুইটে লেখে, বার্গার বা পিৎজার দরকার পড়লে তারা যেন জোম্যাটোকে অবশ্যই জানিয়ে দেয়!
এরপর মুহূর্তের মধ্যেই জোম্যাটোর টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সকলেই অতীত পারফর্মেন্সের কথা তুলে পাকিস্তান দলকে ট্রোল করতে শুরু করে। উল্লেখ্য, এর আগে বিশ্বকাপে সম্মুখীন একটানা বারোটি ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল ভারতের কাছে পরাভব মেনেছে যা সেই দেশের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী মানুষের গ্লানির পক্ষে যথেষ্ট। এর উপরে Zomato -র আজকের টুইট যে তাদের বিড়ম্বনাকে আরো বাড়িয়ে তুললো, সেই বিষয়ে কোন সন্দেহ নেই।