যেমন ডিজাইন তেমন ফিচার, ১৬ মার্চ বাজারে পা রাখছে iQOO Neo 5

By :  PUJA
Update: 2021-03-14 10:39 GMT

ভিভো-র সাব ব্র্যান্ড আইকো আগামী ১৬ মার্চ তাদের ঘরেলু মার্কেটে iQOO Neo 5 লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চত করা হয়েছে এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে, এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট করবে। আবার এতে ব্যবহার করা হবে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। তবে লঞ্চের কয়েকদিন আগে দুই টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন এবং অভিষেক যাদব আইকো নিও ৫ এর প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ ছবি ফাঁস করলেন।

টিপস্টারদের দাবি অনুযায়ী, iQOO Neo 5 ফোনে থাকবে ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস E3 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১৩০০ নিটস। আবার ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে LPDDR4x র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ।

https://twitter.com/yabhishekhd/status/1369944467973754882

আবার আইকো নিও ৫ এর পিছনে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা হবে OIS সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX598 সেন্সর। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির ওজন হবে ১৯০ -২০০ গ্রামের মধ্যে।

এর আগে একজন টিপস্টার iQOO Neo 5 এর স্টোরেজ ও দাম সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হবে- ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। এদের দাম রাখা হবে ২,৯৯৮ ইউয়ান (৩৩,৭০০ টাকা) থেকে ৩,৬৯৮ ইউয়ানের (প্রায় ৪১,৬০০ টাকা) মধ্যে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News