iQoo Neo 6 আজ ভারতে আসছে, দাম, ফিচার ও লঞ্চ ইভেন্ট এখানে ক্লিক করে দেখে নিন

Update: 2022-05-31 06:01 GMT

iQoo Neo 6 আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এটি কোম্পানির এদেশে নিও সিরিজের প্রথম ডিভাইস হবে। মূলত গেমারদের উদ্দেশ্য করে আনা এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। যদিও এর চীনা ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছিল। এছাড়া iQoo Neo 6 ফোনটি ভারতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ই৪ অ্যামোলেড ডিসপ্লে, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

আইকো নিও ৬ ভারতে কখন লঞ্চ হবে (iQoo Neo 6 India launch event details)

আইকো নিও ৬ ফোনকে এদেশে লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২টা থেকে শুরু হবে‌। আইকো ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে। এছাড়া নীচে এম্বেড করা লিঙ্ক থেকেও ইভেন্টটি দেখতে পারবেন।

https://youtu.be/32mMuwA4K8U

আইকো নিও ৬ ভারতে সম্ভাব্য দাম (iQoo Neo 6 expected price in India, availability)

রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ৬ ফোনের বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ২৯,০০০ টাকা। আবার হাই এন্ড মডেল কিনতে খরচ হবে ৩১,০০০ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে।

আইকো নিও ৬ সম্ভাব্য স্পেসিফিকেশন (iQoo Neo 6 expected specifications)

আপাতত জানা গেছে iQoo Neo 6 ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। আবার ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর উপস্থিত থাকবে৷

পারফরম্যান্সের জন্য iQoo Neo 6 হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং তিনটি ভ্যারিয়েন্টে আসবে, যার মধ্যে ২৫৫ জিবি সংস্করণটি শীর্ষে থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 6-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

Tags:    

Similar News