iQOO Neo 7 5G বনাম Redmi Note 12 Pro+ 5G: দুই মিড রেঞ্জ ফোনের মধ্যে কে সেরা

By :  techgup
Update: 2023-02-17 12:18 GMT

আপনি যদি হালফিলে মিড-রেঞ্জে কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন কিনতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে পড়ে নিন। আসলে জনপ্রিয় টেক ব্র্যান্ড iQOO গতকাল ভারতের বাজারে ৩০,০০০ টাকারও কম দামে iQOO Neo 7 5G নামক একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। হ্যান্ডসেটটিতে একাধিক কার্যকর ফিচার মজুত রয়েছে, যার সুবাদে এটি মার্কেটে উপলব্ধ সমসাময়িক স্মার্টফোনগুলিকে জোর টক্কর দিতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলবে Redmi Note 12 Pro+ 5G এর। বলে রাখি, উক্ত দুটি ডিভাইসেরই বেস ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ২৯,৯৯৯ টাকা। সেক্ষেত্রে পাঠকদের মনে এখন নিশ্চয়ই এই প্রশ্ন আসছে যে, দাম একই হলেও এদের মধ্যে সেরা কোনটি? তাই ক্রেতাদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা iQOO Neo 7 5G এবং Redmi Note 12 Pro+ 5G হ্যান্ডসেট দুটির ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে তুল্যমূল্য বিচার করতে চলেছি।

iQOO Neo 7 5G vs Redmi Note 12 Pro+ 5G: ডিসপ্লে

আইকো নিও ৭ ৫জি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড স্ক্রিন। অন্যদিকে, রেডমি নোট ১২ প্রো+ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লে বিদ্যমান। দুটি ডিভাইসের ডিসপ্লেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে, তবে রেডমির স্মার্টফোনের ডিসপ্লেটি ডলবি ভিশন (Dolby Vision) সাপোর্ট এবং গরিলা গ্লাস ৫ (Gorilla Glass 5) প্রোটেকশন সহ এসেছে।

iQOO Neo 7 5G vs Redmi Note 12 Pro+ 5G: পারফরম্যান্স, সফটওয়্যার এবং ব্যাটারি

নতুন আইকো নিও ৭ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ (Mediatek Dimensity 8200) প্রসেসর সহ বাজারে এসেছে। অন্যদিকে, রেডমি নোট ১২ প্রো+ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ (Mediatek Dimensity 1080) এসওসি বিদ্যমান। অর্থাৎ, নিঃসন্দেহে উক্ত দুটি ডিভাইসের মধ্যে সবচেয়ে সেরা পারফরম্যান্স প্রদান করতে সক্ষম আইকো নিও ৭ ৫জি। দুটি হ্যান্ডসেটই ১২ গিগাবাইট পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট পর্যন্ত ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ফোনেই রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫০০০ এমএএইচ ব্যাটারি। আবার অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, দুটি ডিভাইসেই অ্যান্ড্রয়েড ১৩ (Android 13)-এর দেখা মিলবে; তবে আইকো নিও ৭ ৫জি ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) এবং রেডমি নোট ১২ প্রো+ ৫জি এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টম স্কিনে রান করে।

iQOO Neo 7 5G vs Redmi Note 12 Pro+ 5G: ক্যামেরা

ক্যামেরার ক্ষেত্রে, রেডমি নোট ১২ প্রো+ ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অন্যদিকে, আইকো নিও ৭ ৫জি-তে মিলবে ট্রিপল ক্যামেরা সিস্টেম, যার মধ্যে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি স্মার্টফোনের সামনেই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Tags:    

Similar News