বাজার কাঁপাতে আসছে iQOO Neo 9S Pro+, সংস্থার ঘোষণার আগেই লঞ্চ ডেট ফাঁস হল

Update: 2024-07-02 06:01 GMT

সম্প্রতি অনলাইন রিপোর্ট থেকে জানা গেছে যে আইকো নিও ৯এস প্রো প্লাস নামে একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করেছে আইকো, যা জুলাই মাসের কোনও এক সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরিদের মতো, নিও লাইনআপের এই নতুন ডিভাইসটি যুক্তিসঙ্গত মূল্যে পারফরম্যান্সের ওপর ফোকাস করবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার আইকো নিও ৯এস প্রো প্লাস ফোনের লঞ্চের তারিখটি ফাঁস করেছেন। জানা গেছে আগামী সপ্তাহেই এটি বাজারে পা রাখবে। আসুন তাহলে এই আপকামিং হ্যান্ডসেটটির সর্ম্পকে সবিস্তারে জেনে নেওয়া যাক।

আইকো নিও ৯এস প্রো প্লাস এমাসের শুরুতেই আসছে বাজারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার লেটেস্ট ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট) পোস্টে জানিয়েছেন যে, আইকো নিও ৯এস প্রো প্লাস ফোনটি প্রত্যাশিত সময়ের আগেই, আগামী ১১ জুলাই লঞ্চ হবে। এই নতুন মডেলটি "বাফ ব্লু" নামে একটি ডুয়েল টোন কালার অপশনে পাওয়া যাবে। বাফ ব্লু ডিজাইন একটি পরিশীলিত ফিনিশের সাথে হোয়াইট লেদারকে একত্রিত করে, যা ভিভোর উদ্ভাবনী টিওএল রাবিং প্রসেস প্রয়োগ করে তৈরি। আর ব্লু-পার্পল অংশটি একটি লিচুর খোসার টেক্সচারযুক্ত ভিগান লেদার ফিনিস সহ এসেছে।

যদিও এই আইকো ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, তবে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আইকো নিও ৯এস প্রো প্লাস ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ২,৮০০×১,২৬০ পিক্সেলের ১.৫কে ওলেড ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, আইকো নিও ৯এস প্রো প্লাস ফোনে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য, আইকো নিও ৯এস প্রো প্লাস ফোনটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং একটি স্বাধীন গ্রাফিক্স চিপসেটে চলবে। এই ডিভাইসটিতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। এটিতে বড় ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি গুডিক্স সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক অরিজিন ওএস ৪ কাস্টম স্কিনে চলবে।

Tags:    

Similar News