120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে iQOO Neo 9S Pro+, জানা গেল 3C সার্টিফিকেশন সাইটে

Update: 2024-06-29 09:29 GMT

আইকো চীনে আইকো নিও ৯ লাইনআপের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। আসন্ন এই ফোনটি হল আইকো নিও ৯এস প্রো প্লাস। আর এখন চীনের একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটে ভিভো সাব-ব্র্যান্ডটির একটি আসন্ন স্মার্টফোনকে দেখা গেছে, যা আইকো নিও ৯এস প্রো প্লাস বলে মনে করা হচ্ছে। কি কি তথ্য উঠে এল এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।

আইকো নিও ৯এস প্রো প্লাস হাজির হল ৩সি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

ভি২৪০৩এ মডেল নম্বর সহ আসন্ন আইকো নিও ৯এস প্রো প্লাস স্মার্টফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন দ্বারা অনুমোদিত হয়েছে, যা ৫জি সংযোগ সাপোর্ট করবে বলে জানিয়েছে৷ সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে আইকো ডিভাইসটি ভি১২০৬০এল১এ০-সিএন এবং ভি১২০৬০এল০এ০-সিএন চার্জারের সাথে আসবে।

চার্জারগুলি নিশ্চিত করেছে যে, আইকো ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, আসন্ন আইকো নিও ৯এস প্রো প্লাস ১০০ ওয়াট পর্যন্ত পিডি চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, চায়না কম্পালসারি সার্টিফিকেশন স্মার্টফোনটির অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

সম্প্রতি আইকো নিও ৯এস প্রো প্লাস-কে চীনের শিল্প তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে, যা নিশ্চিত করেছে যে ফোনটি ৫জি সাপোর্ট করবে। চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, ওয়েইবোতে আইকো দ্বারা শেয়ার করা টিজারগুলি নিশ্চিত করেছে যে ডিভাইসটি ডুয়েল রিয়ার ক্যামেরা এবং একটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে।

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, আইকো নিও ৯এস প্রো প্লাস স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে বলে জানা গেছে।

Tags:    

Similar News