অবিশ্বাস্য অফার, 50% ডিসকাউন্টে Jabra ইয়ারফোন পাওয়া যাচ্ছে রিপাবলিক ডে সেলে
অনলাইন কেনাকাটায় অভ্যস্ত অসংখ্য ভারতবাসীর জন্য রাত পোহালেই শুরু হচ্ছে রিপাবলিক ডে সেল (Republic Day Sale)। আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Amazon ও Flipkart - উভয় ই-কমার্স প্ল্যাটফর্মেই এই সেলের আয়োজন করা হয়েছে। আগ্রহী ক্রেতারা এখান থেকে পছন্দের প্রোডাক্ট একাধিক নজরকাড়া ডিলের সাথে পকেটে পুরতে পারেন। বিশেষত নতুন ইয়ারফোন কেনার ইচ্ছে থাকলে আলোচ্য সেল আপনার সেরা গন্তব্য হতে পারে। কারণ এখানে প্রসিদ্ধ ব্র্যান্ড Jabra তাদের Elite Series -এর ইয়ারফোনে দিচ্ছে পুরো ৫০ শতাংশ ছাড়! আজ্ঞে হ্যাঁ, ইতিমধ্যেই Jabra'র পক্ষ থেকে বিবৃতি দিয়ে উক্ত ছাড় প্রদানের কথা স্বীকার করা হয়েছে। সুতরাং দেরী না করে অর্ধেক দামে Jabra ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন কিনতে হলে আলোচ্য অফার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন।
Jabra ব্র্যান্ডের কোন ইয়ারফোনগুলির উপরে সবথেকে বেশি ছাড় মিলবে?
আগেই বলেছি যে Flipkart ও Amazon জাব্রা এলিট সিরিজের একাধিক ইয়ারফোনের উপরে আকর্ষণীয় ছাড় প্রদান করছে। এই তালিকায় রয়েছে Jabra Elite 7 Active, Elite 4 Active, Elite 3, Elite 2, Elite 85t, Elite 75t এবং Elite Active 75t -এর মতো প্রোডাক্ট। বেশ কিছুদিন হলো এরা ভারতের বাজারে লঞ্চ হয়েছে। যেমন জাব্রা এলিট অ্যাক্টিভ ৪ ইয়ারফোনটি গত ৩১শে ডিসেম্বর এদেশে পা রাখে। বাকি প্রোডাক্টগুলিও সাম্প্রতিক অতীতে খুব অল্প দিনের ব্যবধানে লঞ্চ হয়েছে।
Flipkart, Amazon ছাড়াও আলোচ্য প্রোডাক্টের উপরে যারা পূর্বোক্ত ছাড় প্রদান করবে
ফ্লিপকার্ট ও অ্যামাজন ছাড়াও Croma, Tata Cliq, Reliance, Poorvika এবং জাব্রার স্বীকৃতিপ্রাপ্ত রিসেলারদের কাছে কেনাকাটা করলেও উপরোক্ত ইয়ারফোনগুলির উপরে ৫০ শতাংশ ছাড় মিলবে। তাই নিজের সুবিধা অনুযায়ী পছন্দের প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে কোনো বাধা নেই।
Jabra Elite 4 Active
সদ্য লঞ্চ হওয়া এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ও হিয়রথ্রু (HearThrough) সহ আরো নানান আকর্ষণীয় ফিচার উপস্থিত। স্বচ্ছ কলিং অভিজ্ঞতা এবং মিউজিক উপভোগের জন্য এখানে ৪টি মাইক্রোফোন সন্নিবেশিত। এর উইং ফ্রি দুর্দান্ত ডিজাইন সুরক্ষিত ও সুবিধাজনক ফিট প্রদান করবে। তাছাড়া IP57 রেটিংয়ের কারণে জিম এবং ওয়ার্কআউটের সময় ঘাম অথবা জলের স্পর্শ থেকে পণ্যটি সদা সুরক্ষিত থাকবে। এটি নেভি, ব্ল্যাক এবং লাইট মিন্ট রঙের বিকল্পে উপলব্ধ।
Jabra Elite 7 Active
এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, হিয়রথ্রু ফিচার এবং ৪টি মাইক্রোফোনের উপস্থিতি চোখে পড়বে। জাব্রার ShakeGripTM প্রযুক্তি ব্যবহারের কারণে ওয়ার্কআউট বা অ্যাক্টিভ লাইফ স্টাইলে অভ্যস্ত মানুষেরা এর সুরক্ষিত ফিটের সুফল পাবেন। শক্তিশালী কলিং ও মিউজিক অভিজ্ঞতা প্রদানে সক্ষম এই প্রোডাক্ট নেভি, ব্ল্যাক এবং মিন্ট রঙের বিকল্পে পাওয়া যাবে।
Jabra Elite 3
৬ এমএম ড্রাইভার, ৪টি মাইক্রোফোন এবং Qualcomm aptXTM প্রযুক্তির সঙ্গে আগত এই প্রোডাক্ট অসাধারণ কলিং ও মিউজিক অভিজ্ঞতা প্রদান করবে। তাছাড়া এখানে নয়েজ আইসোলেশন এবং হিয়রথ্রু অ্যাওয়ারনেস প্রযুক্তির উপস্থিতি রয়েছে। ৭ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ সহ বাজারে হাজির এই ইয়ারবাড ডার্ক গ্রে, নেভি, লাইলাক এবং লাইট বেজ রঙের বিকল্পে উপলব্ধ।