প্রতিদিন ২ জিবি ডেটা ও কল, Jio, Airtel, Vi-এর মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন
গ্রাহকদের সুবিধার্থে Reliance Jio, Airtel এবং Vi -এর মতো দেশের প্রধান টেলিকম অপারেটর সংস্থাগুলি একে অপরকে টেক্কা দেওয়ার উপযুক্ত একাধিক প্রিপেইড প্ল্যান নিয়ে বাজারে হাজির। সেক্ষেত্রে নিজের প্রয়োজন অনুযায়ী গ্রাহকেরা বাৎসরিক বা মাসিক রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন। তবে যথাযথ বিবেচনার পরে একাজ করলে বাড়তি সুযোগসুবিধা প্রাপ্তির সাথে আর্থিক সাশ্রয়ের সম্ভাবনাও বজায় থাকে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা Jio, Airtel ও Vi-এর এমন কিছু প্ল্যান সম্পর্কে আলোচনা করবো, যেগুলি দিনে ২ জিবি ডেটা খরচের স্বাধীনতা সহ আরো অন্যান্য সুবিধা প্রদান করবে।
২ জিবি দৈনিক ডেটা সহ আগত Airtel-র প্রিপেইড প্ল্যান
দিনে ২ জিবি ডেটার সঙ্গে অন্যান্য সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকেরা ১৭৯, ৩৫৯, ৫৪৯, ৮৩৮, ৮৩৯, ১৭৯৯, ২৯৯৯, ৩৩৫৯ টাকার প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। এগুলি যথাক্রমে ২৮, ২৮, ৫৬, ৫৬, ৮৪, ৩৬৫, ৩৬৫ এবং ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। ডেটা সুবিধার সাথে এই প্ল্যানগুলি দিনে ১০০ এসএমএস খরচ ও আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ প্রদান করবে। স্ট্রিমিং সুবিধা ও ভ্যালিডিটির পার্থক্যের কারণেই আলোচ্য প্ল্যানগুলির দামে ফারাক রয়েছে। এদের মধ্যে অধিকাংশ প্ল্যান ৩০ দিনের Amazon Prime কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা দেবে। এছাড়া ৮৩৮ ও ৩৩৫৯ টাকার প্ল্যানদুটি এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন সহ উপলব্ধ।
২ জিবি দৈনিক ডেটা সহ আগত Reliance Jio-র প্রিপেইড প্ল্যান
এজন্য জিও ব্যবহারকারীরা ২৪৯ টাকা থেকে শুরু করে ২৯৯, ৪৯৯, ৫৩৩, ৭১৯, ৭৯৯, ১০৬৬, ২৮৭৯ অথবা ৩১১৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। প্ল্যানগুলি যথাক্রমে ২৩, ২৮, ২৮, ৫৬, ৮৪, ৫৬, ৮৪, ৩৬৫ এবং ৩৬৫ দিনের বৈধতা সহ উপলব্ধ। এদের সাথেও গ্রাহকেরা অফুরন্ত ভয়েস কলিংয়ের পাশাপাশি দৈনিক ১০০ এসএমএস খরচের সুবিধা পেয়ে যাবেন। তবে ৪৯৯, ৭৯৯, ১০৬৬ এবং ৩১১৯ টাকার প্ল্যান রিচার্জ করলে বাড়তি হিসেবে ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।
২ জিবি দৈনিক ডেটা সহ আগত Vi প্রিপেইড প্ল্যান
১৭৯, ৩৫৯, ৫৩৯ এবং ৮৩৯ টাকার সঙ্গে উপলব্ধ Vi প্ল্যানগুলি দৈনিক ২ জিবি ডেটা সুবিধার সঙ্গে বিদ্যমান। এরা যথাক্রমে ২৮, ২৮, ৫৬ এবং ৮৪ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। উল্লেখ্য, এই মুহূর্তে কোনো Vi রিচার্জ প্ল্যান বার্ষিক ভিত্তিতে দৈনিক ২ জিবি ডেটা খরচের সুবিধা দেয়না। তবে ২৮৯৯ এবং ৩০৯৯ টাকার বিনিময়ে রিচার্জযোগ্য বিকল্প দুটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ১.৫ জিবি ডেটা সুবিধা সরবরাহ করবে। অন্যদিকে ১৭৯৯ টাকার প্ল্যান মোট ২৪ জিবি ডেটা সুবিধা সহ উপলব্ধ। এছাড়া উক্ত অধিকাংশ প্ল্যান রিচার্জ করলে দিনে ১০০ এসএমএস খরচ ও সীমাহীন ভয়েস কল করার সুযোগ মিলবে। উল্লেখ্য, ৩০৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে Vi গ্রাহকেরা ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।