টানলে বড় হবে! বিশ্বের সবথেকে বড় স্ট্রেচেবল ডিসপ্লে আনল LG

১২ ইঞ্চির ডিসপ্লে স্ট্রেচেবল ডিসপ্লে আনল এলজি। যা প্রসারিত করে ১৮ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যাবে। টেক দুনিয়ায় তাক লাগাল দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি।

Update: 2024-11-14 06:01 GMT

LG New Stretchable Display

স্মার্টফোন ও ট্যাব নিয়ে একাধিক পরীক্ষা করে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলি। তারই একটি চোখ ধাঁধানো নমুনা হাজির করল LG। সম্প্রতি বিশ্বের সবথেকে বড় ফোল্ডেবল তথা স্ট্রেচেবল ডিসপ্লে লঞ্চ করেছে এই সংস্থা। এলজি’র দাবি, এটি একটি ১২ ইঞ্চির ডিসপ্লে, যা প্রসারিত করে ১৮ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যাবে। এটি বিশ্বের প্রথম স্ট্রেচেবল ডিসপ্লে যা ৫০ শতাংশ পর্যন্ত প্রসারিত করা যাবে।

এটি ফোল্ডেবল ডিসপ্লের বাজারে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে। প্রসারণের সর্বোচ্চ হার। দক্ষিণ কোরিয়ার সিউলের এলজি সায়েন্স পার্কে ১০০টিরও বেশি সংস্থার সামনে এই ডিসপ্লেটি প্রদর্শন করেছে তারা। আপাতত ডিসপ্লেটি প্রোটোটাইপ হিসাবে আনা হলেও, শীঘ্রই বিপুল স্তরে উৎপাদনের জন্য পাঠাতে পারে এলজি।

কী এই স্ট্রেচেবল ডিসপ্লে?

স্ট্রেচেবল ডিসপ্লেগুলিকে সাধারণ ফ্রি-ফর্ম ফোল্ডেবল স্ক্রিন প্রযুক্তি বলা হয়। কারণ সেগুলি যে কোনও আকারে রূপান্তরিত হতে পারে। যেমন এলজির এই প্রোটোটাইপ ডিসপ্লেতে ১২ ইঞ্চি স্ক্রিন রয়েছে, যা ১৮ ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে। একই সঙ্গে ১০০পিপিআই (পিক্সেল প্রতি ইঞ্চি) এবং লাল, সবুজ ও নীল রংয়ের রেজোলিউশনও পাওয়া যাবে।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে প্রথম স্ট্রেচেবল ডিসপ্লের প্রোটোটাইপ এনেছিল এলজি। তবে সেটি প্রসারিত করা যেত ২০ শতাংশ। এই প্রোটোটাইপে যা বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সংস্থার দাবি, এটির কন্টাক্ট লেন্সগুলিতে ব্যবহৃত একটি বিশেষ সিলিকন উপাদান সাবস্ট্রেটের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করেছে।

আরও জানা গিয়েছে, ৪০μm (মাইক্রোমিটার) পর্যন্ত একটি মাইক্রো-এলইডি আলোর উৎস রয়েছে এতে। নতুন প্রোটোটাইপটি আগের থেকে অনেক বেশি টেকসই এবং মজবুত। ১০ হাজার বারের বেশি প্রসারিত করা যাবে। এমনকী কম বা উচ্চ তাপমাত্রার মতো চরম পরিবেশেও ক্রিস্টল ক্লিয়ার স্ক্রিন কোয়ালিটি পাওয়া যাবে এই ডিসপ্লেতে।

Tags:    

Similar News