শক্তিশালী ইলেকট্রিক বাইক নিয়ে আসছে Harley Davidson, ক্ষমতা 700cc মোটরসাইকেলের মতো

By :  SUMAN
Update: 2022-05-07 12:09 GMT

নতুন ব্যাটারিচালিত বাইক আনতে চলেছে হার্লে ডেভিডসন (Harley-Davidson)-এর ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড লাইভওয়্যার (LiveWire)। আপকামিং ই-বাইকটির নামকরণ করা হয়েছে LiveWire S2 Del Mar LE। হার্লে জানিয়েছে, আগামী ১০ মে এর ওপর থেকে পর্দা সরানো হবে। সম্পূর্ণ নতুন মডিউলার Arrow EV আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হবে এটি।

LiveWire S2 Del Mar LE-তে থাকবে একটি ব্যাটারি প্যাক এবং বৈদ্যুতিক মোটর। মিডলওয়েট বাইক হিসেবে আসবে S2। তবে এর হালকা ভার্সন S3 এবং অধিক ভারী ভার্সন S4 হাজির করতে পারে সংস্থাটি। এদিকে উপরিউক্ত সবকটি মডেল অ্যারো ইভি আর্কিটেকচারের উপর ভিত্তি করেই তৈরি হবে। অনুমান করা হচ্ছে S2 Del Mar LE ২০১৯-এ হার্লে ডেভিডসনের দেখানো ভবিষ্যতের মাঝারি ওজনের মডেলের সাথে অনুরূপ। যেটি ফ্ল্যাট ট্র্যাক রেসার বাইকের থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছিল।

S2 Del Mar LE প্রচলিত ৭০০ সিসি মোটরসাইকেলের সমান পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নামের শেষে ‘LE’ থাকার মানে সেটি ১০০টি লিমিটেড এডিশনে আসতে পারে বলে ধারণা। ১০ মে ইলেকট্রিক বাইকটির রেঞ্জ, ফিচার সহ বিস্তারিত স্পেসিফিকেশন ঘোষণা করা হতে পারে।

এদিকে গত বছর হার্লে ডেভিডসন ঘোষণা করেছিল LiveWire-কে স্পেশাল অ্যাকুইজিশন কোম্পানি বা SPAC, AEA-Bridges Impact Corporation এবং তাইওয়ানের স্কুটার নির্মাতা Kymco-র সাথে সংযুক্তিকরণ করা হবে। মনে করা হচ্ছে চলতি বছরেই মিশিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করবে হার্লে।

Tags:    

Similar News