কেমন দেখতে হবে Micromax In 1 এর, লঞ্চের আগে ডিজাইন ফাঁস করলো Flipkart

By :  PUJA
Update: 2021-03-15 07:42 GMT

Micromax আগামী ১৯ মার্চ ভারতে তাদের নতুন ফোন IN 1 লঞ্চ করবে। এই ফোনটির স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। যার পরে স্পষ্ট মাইক্রোম্যাক্স ইন ১, স্পেসিফিকেশনের নিরিখে গত নভেম্বরে লঞ্চ হওয়া Micromax IN 1b এবং Micromax IN Note 1 এর মধ্যবর্তী হবে। অনুমান করা হচ্ছে এই ফোনের দাম শুরু হতে পারে ৯,৯৯৯ টাকা থেকে। তবে ফোনটির ডিজাইন কেমন হবে সেসম্পর্কে এতদিন আমাদের কাছে বিশেষ কোনো তথ্য ছিল না। কিন্তু আজ ই-কমার্স সাইট Flipkart, Micromax IN 1 এর রিয়ার ও ফ্রন্ট ডিজাইন সামনে এনেছে।

ফ্লিপকার্টের টিজার পেজে এই ফোনের অফিসিয়াল ছবি আজ প্রথমবার পোস্ট করা হয়েছে। এখানে ফোনটির পিছনে X শেপ প্যাটার্ন দেখা গেছে। আবার ছবিতে নিশ্চিত করা হয়েছে মাইক্রোম্যাক্স ইন ১ ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আয়তকার ক্যামেরা মডিউল। আবার এই ফোনের সামনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর কাটআউটটি অবস্থিত হবে। ফোনটি ব্লু ও সিলভার কালারে আসবে।

Micromax IN 1 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারদের দাবি অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইন ১ ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল আইপিএস এলসিডি। যার পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪৬০ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০নিটস। আবার এতে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

আবার ক্যামেরার কথা বললে এর পিছনে তিনটি ক্যামেরা উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আবার ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১১।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News