Moto G30 গত বছর অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়াড ক্যামেরার সাথে বাজারে এসেছিল। লঞ্চের সময় এই স্মার্টফোনে Android 11 (স্টক) প্রি-ইনস্টলড ছিল। তবে বছর ঘুরতেই মোটোরোলা তাদের ওই ডিভাইসে লেটেস্ট Android 12 আপডেট রিলিজ করতে শুরু করেছে। তবে সর্বত্র নয়, এই মুহূর্তে নতুন সফটওয়্যার ভার্সনটি শুধু কয়েকটি রিজিওনে উপলব্ধ।
Moto G30 ব্রাজিলে Android 12 অপারেটিং সিস্টেম আপডেট পাচ্ছে। স্মার্টফোনটির XT2129-1-DS (ডুয়েল সিম) মডেল নম্বর ভ্যারিয়েন্টে অর্থাৎ ব্রাজিলিয় সংস্করণে স্টেবেল অ্যান্ড্রয়েড আপডেট রোলআউট হয়েছে। একই সাথে এতে ফেব্রুয়ারির সিকিউরিটি প্যাচও দেওয়া হয়েছে। উল্লেখ্য আপডেটের সাইজ ১.০৯ জিবি এবং ফার্মওয়্যার ভার্সন হল S0RCS32.41-10-9-2।
Moto G30 স্পেসিফিকেশন
মোটো জি৩০ স্মার্টফোন ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে সহ এসেছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান - ৬৪ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
মোটো জি৩০ এর অভ্যন্তরে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এই হ্যান্ডসেট IP52 ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্সযুক্ত।