স্টোরেজ ফুরিয়ে যাওয়ার চিন্তা কমাতে তৈরি Motorola, নতুন ফোনে থাকছে বড় চমক
মোটোরালা খুব শীঘ্রই বাজারে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম এজ ৫০ নিও। ৯১মোবাইলস মোটোরোলা এজ ৫০ নিও মডেলটির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই ফোন মোটোরোলা এজ ৪০ নিও-র উত্তরসূরী হতে চলেছে , যা ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। চলুন দেখে নিই, এটি কী কী অফার করবে।
জনপ্রিয় টিপস্টার সুধাংশুকে উর্দ্ধৃত করে ৯১ মোবাইলসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মোটোরোলা এজ ৫০ নিও দুই স্টোরেজ অপশনে আসবে - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ফোনটি গ্রে, ব্লু, পয়েন্সিআনা, এবং মিল্ক কালার অপশনে উপলব্ধ হবে মার্কেটে।
সুধাংশু বলেছেন, স্মার্টফোনটির কিছু কালার প্যানটোন সার্টিফায়েড হবে। প্রসঙ্গত, এই প্রথম আমরা এজ ৫০ নিও সম্পর্কে শুনছি, ফলে এটির স্পেসিফিকেশন বা ফিচার্স কেমন হবে অজানা। মোটোরোলা এখন বেশ সুন্দর মিড-রেঞ্জ হ্যান্ডসেট লঞ্চ করার কারণে নয়া মডেলটি নিয়ে প্রত্যাশা রাখা যায়। চলুন দেখে নিই, পূর্বসূরী মোটোরোলা এজ ৪০ নিও-তে কেমন বৈশিষ্ট্য রয়েছে।
এই ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির ১৪৪ হার্টজ পি-ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর, ১২/২৫৬ জিবি স্টোরেজ, ৫০+১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডলবি এটমোস, এনএফসি, আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্স, প্রভৃতি রয়েছে।