বাজার কাঁপাতে আসছে মোটোরোলার নতুন ফোন, লঞ্চের আগেই ডিজাইন-ফিচার্স ফাঁস

মোটোরোলা এজ ৫০ নিও ফোনটির ওপর থেকে পর্দা সরানোর প্রস্তুতি নিচ্ছে মোটোরোলা। লঞ্চের আগেই এখন ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হয়েছে।

Update: 2024-07-19 13:06 GMT

মোটোরোলা বর্তমানে মোটোরোলা এজ ৫০ নিও নামে তাদের এজ সিরিজের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মডেলটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই মোটোরোলা এজ ৫০ নিও ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে। আর এখন এর হার্ডওয়্যার এবং কালার অপশন সামনে এসেছে।

মোটোরোলা এজ ৫০ নিও ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন

সুপরিচিত টিপস্টার পারস গুগলানিকে উদ্ধৃত করে ৯১মোবাইলসের রিপোর্টে দাবি করা হয়েছে যে, মোটোরোলা এজ ৫০ নিও ফোনে ৬.৪ ইঞ্চির পিওলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এর স্ক্রিনে সম্ভবত ফুলএইচডি+ রেজোলিউশনও রয়েছে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলবে।

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ ৫০ নিও ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা ১৩ মেগাপিক্সেলের এবং ১০ মেগাপিক্সেলের সেন্সরগুলির সাথে যুক্ত করা হতে পারে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, মোটোরোলা এজ ৫০ নিও ৪,৩১০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি সহ আসবে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট প্রদান করবে৷ এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে।

মোটোরোলা এজ ৫০ নিও ফোনে জল এবং ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি৬৮ রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। মোটোরোলার আসন্ন স্মার্টফোনটি ৮.১ মিলিমিটার স্লিম এবং এর ওজন ১৭১ গ্রাম হবে বলে শোনা যাচ্ছে। রিপোর্টে মোটোরোলা এজ ৫০ নিও ফোনের ছবিও শেয়ার করা হয়েছে, যা একটি পরিচিত ডিজাইন প্রদর্শন করেছে। ফোনটি পয়েন্সিয়ানা কালার অপশনে পাওয়া যাবে।

ডিজাইনের ক্ষেত্রে, ডিভাইসটির পিছনে একটি ভিগান লেদারের ফিনিস থাকতে পারে, তবে এটি এখনও অস্পষ্ট। ছবিতে মোটোরোলা এজ ৫০ নিও ফোনের পিছনে একটি প্যান্টোন লেবেল দেখা গেছে। মোটোরোলা গত বছর সেপ্টেম্বরে মোটোরোলা এজ ৪০ নিও স্মার্টফোনটি লঞ্চ করেছে, তাই আশা করা যায় এর উত্তরসূরিটিও একই সময়ে লঞ্চ হবে। মোটোরোলা এজ ৫০ নিও মডেলের মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি, তবে হ্যান্ডসেটটির সর্ম্পকে শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News