Motorola: আসছে বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেডের ফোন, তীব্র গরমেও কাজ করবে

মোটোরোলার আসন্ন মডেলটি "বিশ্বের সবচেয়ে পাতলা" ফোন হবে। টিপস্টার মুকুল শর্মার শেয়ার করা ছবিটি নিশ্চিত করেছে যে এটি মিলিটারি গ্রেড ফোন হবে, যার এমআইএল -৮১০ শংসাপত্র থাকবে।

By :  ANKITA
Update: 2024-07-24 04:40 GMT

মোটোরোলা আজ একটি নতুন স্মার্টফোন লঞ্চের টিজার শেয়ার করেছে, যেখানে ডিভাইসটিকে 'বোল্ড' হিসাবে বর্ণনা করা হয়েছে। টিজারে লেখা আছে, মিল-৮১০ বিল্ডসই বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে মোটোরোলা আরেকটি পোস্ট শেয়ার করেছিল, যেখানে লেখা ছিল "ডু ইউ ডেয়ার টু বি বোল্ড।" মনে করা হচ্ছে এই ফোনের নাম হবে - মোটোরোলা এজ ৫০ নিও। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

আছ এক্স-এ পোস্ট করা ছবি অনুসারে, মোটোরোলার আসন্ন মডেলটি "বিশ্বের সবচেয়ে পাতলা" ফোন হবে। টিপস্টার মুকুল শর্মার শেয়ার করা ছবিটি নিশ্চিত করেছে যে এটি মিলিটারি গ্রেড ফোন হবে, যার এমআইএল -৮১০ শংসাপত্র থাকবে। মোটোরোলার পোস্টারে আরও বলা হয়েছে যে, স্মার্টফোনটি একটি মজবুত টেক্সচার সহ আসবে এবং এটি তীব্র তাপ সহ্য করতে পারবে। যদিও টিজারে ফোনটির নাম জানানো হয়নি, তবে এটি মোটোরোলা এজ ৫০ নিও হবে বলে অনুমান করা হচ্ছে।

মোটোরোলা এজ ৫০ নিও এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ নিও ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে থাকবে। ফোনটি মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর (২ x ২.৫ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৮ + ৬ x ২ গিগাহার্জ কর্টেক্স-এ৫৫ সিপিইউ) মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৪এনএম প্রসেসরের সাথে আসবে। এই মোটো হ্যান্ডসেটে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, কোয়াড পিক্সেল প্রযুক্তি, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অটোফোকাস ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপ্থ সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

উল্লেখ্য, আগামী ২৯ জুলাই ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো কে১২এক্স, মিলিটারি গ্রেডের জন্য এমআইএল এসটিডি ৮১০এইচ সার্টিফিকেশনের সাথে আসবে এবং সংস্থাটি নিশ্চিত করেছে যে এটি ৭.৬৮মিমি পুরু হবে। এই এতে আইপি৫৪ রেটিং থাকবে।

Tags:    

Similar News