চার্জ ফুরনো নিয়ে দুশ্চিন্তার দিন শেষ! এবার 7000mah ব্যাটারির ফোন আনছে OnePlus

Update: 2024-07-10 12:52 GMT

ওয়ানপ্লাস সম্প্রতি বাজারে নর্ড সিরিজের অধীনে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট স্মার্টফোনটি লঞ্চ করেছে। বর্তমানে ব্র্যান্ডটি ওয়ানপ্লাস নর্ড সিই ৪ মডেলটি উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে মনে করা হচ্ছে যে ওয়ানপ্লাস আরেকটি মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপরও কাজ করছে, যা একটি বিশাল ব্যাটারি সহ আসবে। এর আগে ওয়ানপ্লাস ৬,০০০ এমএএইচ ক্ষমতার মাইলফলক অতিক্রম করেছে। এখন শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি চালিত ডিভাইস আনতে পারে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus নিয়ে আসছে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি চালিত ফোন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, ওউগা গ্রুপ একটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে। জানিয়ে রাখি, ওউগা গ্রুপ হল ওয়ানপ্লাস এবং ওপ্পোর সম্মিলিত রিসার্চ ও ডেভেলপমেন্ট ল্যাব। এখনও পর্যন্ত ওয়ানপ্লাস ফোনে থাকা সবচেয়ে বড় ব্যাটারি হল ওয়ানপ্লাস এস ৩ প্রো মডেল, যা বড় ৬,১০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

তবে, এই বড় ব্যাটারি সহ আসন্ন ফোনটি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ কিলার লাইনআপের অংশ নয়, বরং মিড রেঞ্জের হ্যান্ডসেট হিসেবে আত্মপ্রকাশ করবে। ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ফোনটি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ, ফোনটির লঞ্চ হতে এখনও কিছু সময় বাকি আছে। এটি একটি মিড রেঞ্জের মডেল বিবেচনা করে, এটি কোম্পানির জনপ্রিয় নর্ড সিরিজের অংশ হবে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে এটি কেবলই জল্পনা।

টিপস্টার দাবি করেছেন যে, ওউগা শুধুমাত্র একটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি নয়, আরেকটি স্মার্টফোনের জন্য ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সেলেও কাজ করতে পারে। এই মডেলটিতে নতুন ব্যাটারি প্রযুক্তি থাকবে বলেও আশা করা হচ্ছে, যা সিলিকন উপাদান ব্যবহার করে। গ্লেসিয়ার ব্যাটারি প্রযুক্তিতে একটি সিলিকন-কার্বন অ্যানোড রয়েছে, যা গ্রাফাইট ব্যাটারির তুলনায় ২৩.১ শতাংশ বেশি পাওয়ার ডেনসিটি প্রদান করে। অর্থাৎ, একই ক্ষমতার জন্য ব্যাটারি আকারে ছোট হতে পারে।

Tags:    

Similar News