১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে Oppo F19 Pro আজ কেনার দারুন সুযোগ

By :  PUJA
Update: 2021-03-17 05:58 GMT

আপনি কি মিড রেঞ্জে কোনো নতুন স্মার্টফোন খোঁজ করছেন, যার ক্যামেরা ভালো হবে? তাহলে আপনার জন্য আজ একটি সুখবর আছে। আসলে গতসপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Oppo F19 Pro ফোনটির আজ বিক্রি শুরু হবে। আপনি অনলাইন (Amazon, Flipkart) ও অফলাইন স্টোর থেকে এই ফোনটি আজ কিনতে পারবেন। যদিও ক্যামেরাই অপ্পো এফ১৯ প্রো এর মূল আকর্ষণ নয়, এই ফোনে আছে ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি, পাঞ্চ হোল ডিসপ্লে ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর। সুতরাং আসুন Oppo F19 Pro এর দাম এবং সেল উপলক্ষ্যে এই ফোনের ওপর কি কি অফার পাওয়া যাবে জেনে নিই।

Oppo F19 Pro এর দাম ও অফার

ভারতে অপ্পো এফ১৯ প্রো এর দাম শুরু হয়েছে ২১,৪৯০ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার ২৩,৪৯০ টাকায় কেনা যাবে এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। যদিও আজকের সেলে ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেবল পাওয়া যাবে। ফোনটি দুটি কালারে উপলব্ধ - ফ্লুইড ব্ল্যাক ও স্পেস সিলভার।

লঞ্চ অফারের কথা বললে অ্যামাজনে HDFC, Kotak ও Bank of Baroda-র ক্রেডিট কার্ড গ্রাহকদের Oppo F19 Pro এর ওপর ১,৫০০ টাকা ছাড় দেওয়া হবে। ১,২৫০ টাকা ক্যাশব্যাক পাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা। আবার ফ্লিপকার্টে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

Oppo F19 Pro এর স্পেসিফিকেশন

অপ্পো এফ১৯ প্রো ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ কাস্টম স্কিনে চলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৩০ ওয়েট ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ সাপোর্ট সহ ৪,৩১০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Oppo F19 Pro ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা। পিছনের ক্যামেরায় AI হাইলাইট পোর্ট্রেট ভিডিও (আল্ট্রা নাইট ভিডিও + এইচডিআর ভিডিও) ফিচার উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News