৩ হাজার টাকা ছাড়, প্রথম সেলেই Oppo Reno 8 কেনার সুবর্ণ সুযোগ
Oppo Reno 8 ভারতে এবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। এতদিন ফোনটি প্রি-অর্ডার করা যাচ্ছিল। ই-কমার্স সাইট, Flipkart ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে Oppo Reno 8 এর সাথে ৩,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট এবং ৮ জিবি র্যাম, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮০ ওয়াট সুপারভোক চার্জিং টেকনোলজি।
Oppo Reno 8 এর দাম ও সেল অফার
ওপ্পো রেনো ৮ কেবল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর দাম ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি সিমার গোল্ড এবং সিমার ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। সেল অফার হিসেবে, Kotak, HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।
Oppo Reno 8 এর স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ৮ স্মার্টফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
Oppo Reno 8 ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর অক্টা-কোর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে, ৮ জিবি LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 রম পাওয়া যাবে। বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য এতে থাকছে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8 ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পরিশেষে, হ্যান্ডসেটটির পরিমাপ ১৬০x৭৩.৪x৭.৬৭ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।