দীপাবলিতে মাত্র 4,999 টাকায় Royal Enfield এর লেটেস্ট বাইক বাড়ি আনুন, এই অফার জানেন তো?
ভারতের আট থেকে আশি সকলেই উৎসবের জোয়ারে মাতোয়ারা হয়েছে। দেশের মানুষ যাতে এই আলোর উৎসব আরও বেশি উপভোগ করতে পারেন সেজন্য রেট্রো মোটরসাইকেলের আইকনিক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর টু-হুইলার বাড়ি আনার সুযোগ দিচ্ছে। তাও পকেটের উপর চাপ না বাড়িয়ে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সংস্থার সর্বাধিক সাশ্রয়ী মূল্যের Royal Enfield Hunter 350 মাত্র ৪,৯৯৯ টাকায় বাড়ি আনা যাচ্ছে। শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি!
আসলে রয়্যাল এনফিল্ড তাদের সদ্য লঞ্চ হওয়া Hunter 350-র গ্রাহকের সংখ্যা বাড়াতে কোমর বেঁধে লেগেছে। যে কারণে মিলছে বিভিন্ন ফিন্যান্স স্কিমের সুবিধা। আর সে কারণেই সামান্য ডাউন পেমেন্ট করে বাইকটি বাড়ি আনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আর মাসিক কিস্তির পরিমাণ নির্ভর করছে লোন পরিশোধের সময়সীমার উপর।
রয়্যাল এনফিল্ডের এই বাইকটি ইএমআই স্কিমে কিনলে ৬০, ৪৮ এবং ৩৬ মাসে লোন পরিশোধ করা যাবে। ৬০ মাসের সময়সীমা বেছে নিলে মাসিক ৩,৫২৫ টাকা কিস্তি গুনতে হবে। ৪৮ মাসের সময়সীমা বাছলে প্রতি মাসে কিস্তির পরিমাণ দাঁড়াবে ৪,১৩১ টাকা এবং ৩৬ মাসের ক্ষেত্রে কিস্তির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫,১৫৬ টাকা। এছাড়াও রয়েছে লোন পরিশোধের আরও অনেক বিকল্প। যেগুলি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
Royal Enfield Hunter 350-তে একটি J সিরিজের ৩৪৯ সিসি মোটর দেওয়া হয়েছে। যা Classic 350 Meteor 350-তেও বর্তমান। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৪ কিলোমিটার। Hunter 350 দুটি ভ্যারিয়েন্ট এবং ছ’টি রঙের বিকল্পে উপলব্ধ– রেবেল ব্লু, রেবেল রেড, রেবেল ব্ল্যাক, ড্যাপার অ্যাশ, ড্যাপার হোয়াইট এবং ড্যাপার গ্রে। মোটরসাইকেলটির দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।