১২৮ জিবি মেমোরি সহ ভারতে আসছে Samsung Galaxy M12

By :  PUJA
Update: 2021-02-28 04:13 GMT

Samsung শীঘ্রই তাদের M সিরিজের নতুন ফোন ভারতে লঞ্চ করবে। এই ফোনের নাম হবে Samsung Galaxy M12। ইতিমধ্যেই এই ফোনটি ভিয়েতনামে পা রেখেছে। যদিও সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১২ কিছুটা অন্য স্পেসিফিকেশন সহ আসবে। একজন টিপস্টার এই ফোনের ভারতীয় কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ফাঁস করেছেন। জানা গেছে আগামীকাল অর্থাৎ ১ মার্চ থেকে Galaxy M12 এর টিজার প্রকাশ করতে শুরু হবে Samsung।

টিপস্টার ঈশান অগ্রবাল, মাইস্মার্টপ্রাইস কে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। যেগুলি হল- ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। শুধু তাই নয়, Samsung Galaxy M12 তিনটি কালারের সাথে লঞ্চ হবে- হোয়াইট, ব্ল্যাক ও ব্লু। এই ফোনের দাম ১২,০০০ টাকার কম রাখা হবে।

Samsung Galaxy M12 এর স্পেসিফিকেশন

ভিয়েতনামে এই ফোনটি এক্সিনস ৮৫০ প্রসেসর সহ লঞ্চ হয়েছে। যদিও ভারতে ফোনটি স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর সহ আসলেও আসতে পারে। এছাড়াও গ্যালাক্সি এম১২ এর অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ইনফিনিটি ভি নচ ডিসপ্লে থাকবে। আবার এতে পাওয়া যাবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M12 ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা হবে এফ/২.০ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News