Suzuki Access 125 নবমীর আগে দুর্দান্ত লুকে নতুন রঙের সাথে লঞ্চ হল

By :  SUMAN
Update: 2022-10-04 10:43 GMT

গতকাল অষ্টমী উপলক্ষে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) ভারতে তাদের ১২৫ সিসির জনপ্রিয় মডেল Suzuki Access 125 নয়া কালার স্কিমে লঞ্চ করল। স্কুটারটির রাইড কানেক্ট এবং স্পেশ্যাল এডিশন সলিড আইস গ্রীন/ পার্ল মিরেজ কালারের ডুয়েল টোন পেইন্ট অপশনে উপলব্ধ হবে। নতুন মডেলে সাইড প্যানেল, এবং ফ্রন্ট অ্যাপ্রনের সেন্টার প্যানেলে সলিড আইস গ্রীন কালারের। আর সাইড স্কার্ট এবং ফ্রন্ট অ্যাপ্রনের সাইড প্যানেলের পার্ল মিরেজ হোয়াইট পেইন্ট স্কিম শোভা বাড়িয়েছে। দাম অন্যান্য পেইন্ট অপশনগুলির মতোই। ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য ৮৩,০০০ টাকা থেকে শুরু হয়ে ৮৭,২০০ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

নয়া মডেল লঞ্চ প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সাতোশি উচিদা বলেন, “আমরা উৎসবের মাসে পদার্পণ করার সাথে Suzuki Access 125-এর নতুন উত্তেজনাপূর্ণ কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পেরে আনন্দিত। আমাদের এই পরিকল্পনা যাতে সুন্দর ও আকর্ষণীয় রঙের বিকল্পে স্কুটারটি গ্রাহকরা বেছে নিতে পারেন। স্কুটারটি ভারতের বাজারে নিজের জায়গা চিনিয়েছে এবং অসংখ্য মানুষের হৃদয়ে জয় করতে পেরেছে।”

Suzuki Access 125-এর কর্মদক্ষতার কথা বললে, এতে রয়েছে শক্তিশালী এবং সুজুকি ইকো পারফরম্যান্স টেকনোলজিযুক্ত ইঞ্জিন। যা ৬,৭৫০ আরপিএমে ৮.৫ বিএইচপি ক্ষমতা এবং ৫,৫০০ আরপিএমে ১০ এনএম টর্ক উৎপন্ন করে। সুজুকি রাইড কানেক্ট এডিশনে উপস্থিত ব্লুটুথ চালিত ডিজিটাল কনসোল যার সাথে চালক তাঁর মোবাইল ফোন কানেক্ট করে বিভিন্ন তথ্যের হদিশ পান। যেমন টার্ন বাই টার্ন নেভিগেশন ছাড়াও ইনকামিং কল, এসএমএস এমনকি হোয়াটসঅ্যাপ অ্যালার্ট, ডিসপ্লে মিসড কল এবং আনরিড এসএমএস অ্যালার্ট ভেসে ওঠে।

এছাড়াও এতে স্পিড এক্সেডিং, ফোন ব্যাটারি লেভেল ডিসপ্লে এবং গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় জানান দেবে। সুজুকি অ্যাক্সেস স্কুটারের ফিচারগুলির তালিকায় উপস্থিত প্রিমিয়াম ক্রোম এক্সটার্নাল ফুয়েল রিফিলিং লিড, সুপার ব্রাইট এলইডি হেডল্যাম্প, এলইডি পজিশন লাইট এবং মোবাইল ফোন এবং নানা গ্যাজেট চার্জ দেওয়ার জন্য ইউএসবি সকেট।

Tags:    

Similar News