TVS Ntorq 125 XT নাকি সদ্য বাজারে আসা Suzuki Burgman Street EX? কিনবেন কোনটা

By :  techgup
Update: 2022-12-11 17:51 GMT

সম্প্রতি জাপানের মোটরবাইক নির্মাতা সুজুকির হাত ধরে আত্মপ্রকাশ করেছে Burgman Street-র নতুন ভ্যারিয়েন্ট EX। ভারতের মাটিতে এই সংস্করণটির এক্স শোরুম মূল্য ১.১২ লাখ টাকা। সুজুকির ম্যাক্সি স্টাইলের স্কুটার হিসাবে বিগত কয়েক বছরে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই বার্গম্যান স্ট্রিট। তবে ১২৫ সিসি সেগমেন্টে আরো একটি স্কুটারের দীর্ঘ কয়েক বছরের একাধিপত্যের সাক্ষী থেকেছে এই দেশ। তামিলনাড়ু কেন্দ্রিক জনপ্রিয় দেশীয় বাইক নির্মাতা tvs এর Ntorq 125 XT স্কুটারটি ভারতবর্ষের যুব সমাজের কাছে যথেষ্ট আকর্ষণীয়। এই দুটি স্কুটারের মধ্যে তুল্য মূল্য বিচারে কে এগিয়ে?

Suzuki Burgman Street EX vs TVS Ntorq 125 XT: ডিজাইন ও লুকস

সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স-এর সামনের অ্যাপ্রনের মধ্যেই রয়েছে এলইডি হেডলাইট ও উঁচু উইন্ডস্ক্রিন। এছাড়াও লম্বা ফুটবোর্ড এবং সিঙ্গেল পিস সিট সহ সরু এলইডি টেললাইট ও ব্লুটুথ সংযুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল রয়েছে এখানে। অন্যদিকে টিভিএস এন্টর্কের এই সংস্করণেও ডিআরএল যুক্ত এলইডি হেডলাইট, প্রশস্ত হ্যান্ডেলবার, এক সাইডে থাকা এগজস্ট পাইপ, নিয়ন গ্রিন রঙের পেইন্ট স্কিম ও ব্লুটুথ যুক্ত ইন্সট্রুমেন্ট কনসোল দেখতে পাওয়া যায়। উভয় স্কুটারেই ১২ ইঞ্চির অ্যালয় হুইল লাগানো রয়েছে।

Suzuki Burgman Street EX vs TVS Ntorq 125 XT: ইঞ্জিন স্পেসিফিকেশন

Suzuki Burgman Street EX মডেলটিতে চালিকাশক্তি যোগায় ১২৫ সিসির, এয়ারকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার টু-ভাল্ব SOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্কের পরিমাণ যথাক্রমে ৮.৫ এইচপি ও ১০ এনএম। অন্যদিকে, TVS Ntorq 125 XT-তে রয়েছে ১২৪.৮ সিসির থ্রি-ভাল্ভ যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ৯.২৫ এইচপি শক্তি ও ১০.৫ এনএম টর্ক উৎপাদিত হয় এই ইঞ্জিন থেকে। দুটি স্কুটারের ক্ষেত্রেই অটো স্টার্ট-স্টপ ফাংশন এবং CVT গিয়ার বক্স উপলব্ধ রয়েছে।

Suzuki Burgman Street EX vs TVS Ntorq 125 XT: ব্রেকিং ও সাসপেনশন

সেফটির জন্য সুজুকি ও টিভিএসের এই দুটি স্কুটারেই সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। এমনকি উভয় ক্ষেত্রেই উন্নত ব্রেকিং করার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি স্কুটারেই সাসপেনশনের দায়িত্ব সামলায় সামনে থাকা টেলিস্কোপিক ফর্ক ও পিছনে থাকা মনোশক অ্যাবজর্ভার।

কোনটি কিনবেন

এই মুহূর্তে আমাদের দেশে Suzuki Burgman Street EX স্কুটারটির এক্স শোরুম মূল্য ১.১২ লাখ টাকা। অন্যদিকে TVS Ntorq 125 XT-র ক্ষেত্রে এক্স শোরুম মূল্য ১.০৩ লাখ টাকা। ম্যাক্সি স্টাইলের আধুনিক স্কুটার হিসেবে বার্গম্যান স্ট্রিট পরিচিত হলেও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, উন্নত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ভ্যালু ফর মানি প্রডাক্ট হিসাবে TVS Ntorq 125 XT অন্যতম ভালো চয়েস।

Tags:    

Similar News