TCS: বিদেশি কোম্পানিদের টেক্কা দিতে এবার টেলিকম বাজারে পা রাখছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস
আদানি গ্রুপের মত প্রত্যক্ষভাবে টেলিকম ব্যবসায় পদার্পণ না করলেও, পরোক্ষভাবে টেলিকম ক্ষেত্র থেকে মুনাফা লুটতে প্রস্তুত টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা টিসিএস (TCS) বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সেক্ষেত্রে দেশের সর্ববৃহৎ এই সফটওয়্যার কোম্পানিকে অদূর ভবিষ্যতে, বেসরকারি টেলকোগুলির জন্য স্বদেশী প্রযুক্তি-নির্ভর স্ট্যাক (Stack) সরবরাহে এগিয়ে আসতে দেখা যেতে পারে। শুধু তাই নয়, এর সাথে খুব শীঘ্রই টিসিএস (TCS) দেশে নোকিয়া (Nokia) এবং স্যামসাং (Samsung) -এর মতো টেলিকম গিয়ার ভেন্ডরদের মুনাফায় ভাগ বসাতে পারে বলে মনে করা হচ্ছে।
পরোক্ষে টেলিকম সেক্টর থেকে ফায়দা লুটবে TCS
আসলে বর্তমানে এবিষয়ে হয়তো সকলেই ওয়াকিবহাল যে দেশীয় প্রযুক্তি-নির্ভর 4G ব্যবস্থা চালুর প্রশ্নে টিসিএস, প্রথম থেকেই রাষ্ট্রায়ত্ত টেলিকম পরিষেবা সরবরাহকারী বিএসএনএল (BSNL) -এর পাশে রয়েছে। একাধিক সফল ট্রায়ালের পর টিসিএসের সহায়তায় উল্লিখিত টেলকো যখন স্বদেশী প্রযুক্তির ওপর নির্ভরশীল 4G লঞ্চের প্রায় প্রাকমুহূর্তে উপস্থিত, তখনই টাটা গ্রুপের অধীনস্থ সংস্থাটির তরফ থেকে বেসরকারি টেলকোগুলির জন্য পরপ্রজন্মের টেলিকম স্ট্যাক সরবরাহের আগ্রহ প্রকাশ করা হল। সেক্ষেত্রে সরাসরি টেলিকম ব্যবসায় অবতীর্ণ না হলেও TCS যে আলোচ্য সেক্টর থেকে মুনাফা অর্জনে আগ্রহী, সেটা তাদের বক্তব্য থেকেই পরিষ্কার।
উল্লেখ্য, বিএসএনএলের জন্য তারা চতুর্থ প্রজন্মের (4G) যে স্ট্যাক প্রস্তুত করেছেন তা গুণগতভাবে বিশ্বমানের সমতুল্য বলে টিসিএসের চীফ অপারেটিং অফিসার (বা COO) এন গণপতি সুব্রহ্মনিয়াম দাবি করেছেন। পাশাপাশি তাদের প্রযুক্তি সমস্ত আন্তর্জাতিক মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে বলেও সুব্রহ্মনিয়ম জানান।
TCS গিয়ার সরবরাহে এগিয়ে এলে ব্যবসা কমবে বিদেশী বহুজাতিকদের
আগেই বলেছি যে টিসিএসের মতো সংস্থা দেশীয় প্রযুক্তি-নির্ভর টেলিকম উপকরণ সরবরাহে এগিয়ে এলে নোকিয়া, স্যামসাং প্রভৃতি বহুজাতিক টেলিকম ভেন্ডরেরা সর্বাপেক্ষা সমস্যায় পড়বে। যেমন বর্তমানে ভারতী এয়ারটেল এবং ভিআই (Vi) -এর মুখ্য গিয়ার ভেন্ডর যথাক্রমে ফিনল্যান্ড ও সুইডেনের নোকিয়া গ্রুপ। অন্যত্র মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও (Jio) -র মুখ্য গিয়ার সরবরাহকারী আবার দক্ষিণ কোরিয় টেক-কোম্পানি স্যামসাং। ফলে এটা স্পষ্ট যে দেশের বাজারে গিয়ার ভেন্ডর হিসেবে টিসিএসের আবির্ভাব সম্ভব হলে, উক্ত বিদেশী সংস্থাগুলির প্রতিপত্তি খর্ব হবে সবথেকে বেশি।
অবগতির জন্য জানিয়ে রাখি যে রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের জন্য টিসিএস এই মুহূর্তে 5G NSA (নন-স্ট্যান্ডঅ্যালোন) প্রযুক্তির ওপর কাজ চালাচ্ছে। এর ফলে 4G লঞ্চের পর দেশীয় প্রযুক্তি-নির্ভর 5G পরিষেবা চালু করতে BSNL -এর অনেক কম সময় লাগবে। কিন্তু ঠিক কবে সামনে আসবে BSNL 4G পরিষেবা? TCS কর্তা সুব্রহ্মনিয়ামের দাবি, দেশব্যাপী 4G লঞ্চের জন্য BSNL -এর আরো ১৮-২৪ মাস সময় লাগবে।