ইন-বিল্ট হিটার সহ বাজারে এল নতুন Thomson ওয়াশিং মেশিন, Flipkart সেলে পাওয়া যাবে বাম্পার ছাড়ে
Thomson আজ ভারতে ইন-বিল্ট হিটার সমন্বিত একটি নতুন ওয়াশিং মেশিন লাইনআপ লঞ্চ করেছে। এই নতুন রেঞ্জের অধীনে দুটি মডেল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে একটি ৮ কেজি এবং অন্যটি ৯ কেজি ওয়াশিং ক্যাপাসিটি সহ এসেছে। এই নবাগত কনজিউমিং ডিভাইসগুলির দাম যথাক্রমে - ১৫,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর লভ্যতার কথা বললে, আগামী ১৮ই জুন থেকে এগুলিকে ই-কমার্স সাইট Flipkart-এ আয়োজিত WASHATHON Sale-এ পাওয়া যাবে। চলুন Thomson এর ইন-বিল্ট হিটার ওয়াশিং মেশিন দুটির বিশেষত্ব এবং একই সাথে 'Flipkart Wasathon Sale' -এ অফার সহ উপলব্ধ ওয়াশিং মেশিনের তালিকাটি দেখে নেওয়া যাক।
Thomson -এর নতুন লঞ্চ হওয়া ইন-বিল্ট হিটার ওয়াশিং মেশিনের বিশেষত্ব :
থমসনের ইন-বিল্ট হিটার ওয়াশিং মেশিনের লন্ড্রি বা জামাকাপড় ধোয়ার প্রক্রিয়া অনেক সহজ এবং 'স্ট্রেসলেস'। বিশেষত্বের কথা বললে, এগুলিতে একটি ইন-বিল্ট হিটার রয়েছে, যা কাপড় ধোয়ার সময় গরম জল ব্যবহার করে। যার দরুন, কাপড়ের নোংরা খুবই সহজে পরিষ্কার হয়ে যায়। আর সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই মেশিনগুলি পোষাককে ৯৯.৯৯% অ্যালার্জি মুক্ত করে। আর জানিয়ে রাখি, এই মেশিন গুলিতে অন্তর্নির্মিত হিটার এবং পালসেটরের পাশাপাশি স্ক্রাবিং, স্টেপিং, রোলিং এবং সুইং অপশনও ব্যবহার করা যায়।
এছাড়া, এগুলিতে একটি টাচ ফাংশন রয়েছে, যার মধ্যে - সোক (soak), ওয়াশ (wash), রিন্স (rinse) এবং স্পিন (spin) অন্তর্ভুক্ত। ওয়াশিং মেশিনগুলি লো ওয়াটার প্রেসারেও কাজ করতে সক্ষম। আর এগুলিতে চাইল্ড লকের পাশাপাশি একটি বিশেষ ফিচার বিদ্যমান রয়েছে, যা জামাকাপড়কে 'রিঙ্কেল ফ্রি' বা কোঁচকাতে দেবে না।
Flipkart WASHATHON Sale -এ অফারের সাথে উপলব্ধ ওয়াশিং মেশিনের তালিকা :
১. Thomson 6.5 kg Semi Automatic Top load -কে ৭,৪৯০ টাকার পরিবর্তে ৭,২৯০ টাকায় বিক্রি করা হবে ফ্লিপকার্ট সেলে।
২. Thomson 7 kg Semi Automatic top Load ওয়াশিং মেশিনকে ৭,৯৯৯ টাকার পরিবর্তে ৭,৪৯৯ টাকায় এনলিস্ট করা হবে।
৩. Thomson 7.5 kg Semi Automatic Top Load মডেলটিকে ৮,১৯৯ টাকা খরচ করে আপনারা কিনে নিতে পারবেন। এর আসল দাম ৮,৪৯০ টাকা।
৪. Thomson 8.5 kg Semi Automatic Top Load -কে ৯,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। যা এই সেল শুরু পর মাত্র ৯,৫৯০ টাকায় কেনা যাবে।
৫. Thomson 6.5 kg Fully Automatic Top Load মেশিনটি ১২,৪৯৯ টাকার পরিবর্তে ১২,৪৯০ টাকায় খরিদ করা যাবে।
৬. Thomson 7.5kg Fully Automatic Top Load -কে ১৪,৪৯৯ টাকার পরিবর্তে কেবল ১৩,৯৯৯ টাকা খসিয়ে বাড়ি নিয়ে আসা যাবে।
৭. Thomson 8.5kg Fully Automatic Front Load ওয়াশিং মেশিনকে ২১,৪৯০ টাকায় কেনা যাবে। তবে সেল শেষ হয়ে গেলেই এর দাম বেড়ে পুনরায় ২৩,৯৯৯ টাকা হয়ে যাবে।
৮. Thomson 10.5kg Fully Automatic Front Load ওয়াশিং মেশিনকে ২৮,৯৯৯ টাকার বদলে ২৫,৪৯০ টাকায় তালিকাভুক্ত করা হবে সেলে।
৯. Thomson 7 kg Semi Automatic Top Load Washer -কে ৫,৭৯৯ টাকার পরিবর্তে মাত্র ৪,৯৯৯ টাকা খরচ করে কেনা যাবে।