ভারতীয় সংস্থার কাছে জাপানি দৈত্যের পরাজয়, বাইক-স্কুটার বিক্রিতে Honda-কে হারিয়ে চমকে দিল TVS
টিভিএস মোটর (TVS Motor) ফেব্রুয়ারিতে তাদের টু-হুইলার বেচাকেনার তথ্য সামনে এনেছে। পরিসংখ্যান বলছে রপ্তানি এবং দেশের বাজার মিলিয়ে গত মাসে সংস্থাটি মোট ২,৬৭,০২৬ ইউনিট বাইক ও স্কুটার বিক্রি করেছে। আর এতেই বাজিমাত করেছে দেশীয় সংস্থাটি। টু-হুইলার বিক্রির নিরিখে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)-কে ধরাশায়ী করেছে টিভিএস। ফলে ভারতের তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা থেকে বর্তমানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। উল্লেখ্য, গত মাসে হোন্ডার ভারতীয় শাখা মোট ২,৪৭,১৭৫ ইউনিট বাইক-স্কুটার বেচেছে।
Honda-কে পেছনে ফেলল TVS
বরাবর হোন্ডা ও টিভিএস-এর মধ্যে টু-হুইলার বিক্রিতে জোরকদমে রেষারেষি চলত। কিন্তু গত মাসে জাপানি ব্র্যান্ডটির চাইতে ৮% বেশি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করে এগিয়ে গিয়েছে টিভিএস। অন্যদিকে দেশের বৃহত্তম দু'চাকার গাড়ি সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ৩,৯৪,৪৬০ ইউনিট টু-হুইলার বেচাকেনার মাধ্যমে নিজের শীর্ষস্থান স্থান ধরে রেখেছে।
গত মাসে ভারতে টিভিএস-এর মোট ২,২১,৪০২ ইউনিট বাইক ও স্কুটার নতুন গ্রাহকের ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১,৭৩,১৯৮ ইউনিট। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে হোন্ডা ২,২৭,০৬৪ ইউনিট টু-হুইলারের চাবি ক্রেতাদের হাতে তুলে দিয়েছে। যেখানে এক বছর আগে বিক্রির পরিমাণ ছিল ২,৮৫,৭০৬ ইউনিট। যা থেকে এটি স্পষ্ট যে, এখনও দেশের বাজারে টু-হুইলারের বিক্রির নিরিখে দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে হোন্ডা। যদিও রপ্তানিতে পিছিয়ে পড়েছে তারা।
TVS-এর রপ্তানি ধরাশায়ী করল Honda-কে
বাইক ও স্কুটার রপ্তানির ক্ষেত্রে হোন্ডাকে ছাপিয়ে গিয়েছে টিভিএস। আগের মাসে দেশীয় সংস্থাটি মোট ৪৫,৬২৪ ইউনিট টু-হুইলার বিদেশে এক্সপোর্ট করেছে। যেখানে গত বছর ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ৯৪,৪২৭। ফলে টু-হুইলার রপ্তানিতে ৫১.৬৮% পতন ঘটেছে। অন্যদিকে হোন্ডা আগের মাসে দেশের গণ্ডি পেরিয়ে ২০,১১১ ইউনিট দু’চাকার গাড়ি বিদেশে সরবরাহ করেছে। এক বছর আগে এই সংখ্যাটি ২৬,৯৪৪ ইউনিট থাকায়, গত মাসের রপ্তানিতে ২৫.৩৬% কমতি লক্ষ্য করা গিয়েছে।
প্রসঙ্গত, একাধিক নতুন মডেল লঞ্চ সত্ত্বেও, হোন্ডা ভারতীয় শাখাটিকে গত কয়েক মাস ধরে টু-হুইলার বিক্রি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বর্তমানে তারা Honda CB350 ক্যাফে রেসার মডেলটি আনার জন্য তোরজোড় শুরু করেছে। একসাথে একটি ১০০ সিসির কমিউটার মডেল আনা হবে এ মাসেই। মোটরসাইকেল দুটি যে নতুন নির্গমন বিধি ওবিডি-২ মেনে হাজির হবে, তা একপ্রকার স্পষ্ট। এদিকে চলতি সপ্তাহের শেষে গোয়াতে টিভিএস তাদের বাইকিং উৎসব ‘মোটো সোল’ (Moto Soul)-এর জন্য প্রস্তুতি চালাচ্ছে। ওই ইভেন্ট সংস্থার তরফে বেশকিছু নতুন ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।