মার্চে 3 লাখের বেশি টু-হুইলার বিক্রি করল TVS, বাইক থেকে স্কুটার, সবকিছুর চাহিদা বৃদ্ধি

By :  SUMAN
Update: 2023-04-03 10:31 GMT

অন্যান্য গাড়ি নির্মাতার মতো টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) গত মাসে তাদের যানবাহন বিক্রিতে উত্থানের সাক্ষী থাকল। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে টিভিএস মোট ৩,১৭,১৫২টি টু-হুইলার ও থ্রি-হুইলার বিক্রি করতে পেরেছে। এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৩,০৭,৯৫৪ ইউনিট থাকায় গত মাসের বিক্রিতে ৩ শতাংশ অগ্রগতি ঘটেছে।

TVS-এর টু-হুইলারের বিক্রি ৫% বাড়ল

২০২৩-এর মার্চে টিভিএস-এর মোট দু'চাকা গাড়ি বিক্রি হয়েছে ৩,০৭,৫৫৯টি। গত বছরে ওই বিক্রিবাটার পরিমাণ ২,৯২,৯১৮ ইউনিট থাকায়, এবারে বেচাকেনায় ৫% বৃদ্ধি প্রত্যক্ষ করেছে Apache-র নির্মাতা। এদিকে শুধু দেশের বাজারে তাদের বাইক ও স্কুটারের ২,৪০,৭৮০ ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের মার্চের তুলমায় যা ৭৪,১৮৪ ইউনিট বেশি।

মার্চে ১,৪১,২৫০টি মোটরসাইকেল বেচেছে টিভিএস। যেখানে মার্চ ২০২২-এ বিক্রি হয়েছিল ১,৬০,৫২২ ইউনিট। এছাড়াও, সংস্থাটি গত মাসে ১,২৮,৮১৭ ক্রেতার হাতে তাদের স্কুটারের চাবি তুলে দিতে পেরেছে। যেখানে গত বছর ওই সময়ে সংস্থার ৯৪,৭৪৭টি স্কুটার বিক্রি হয়েছিল। ফলে সবক্ষেত্রেই সংস্থার বিক্রিতে বাড়বাড়ন্ত সুস্পষ্ট।

TVS-এর রপ্তানিতে পতন

গত মাসে আন্তর্জাতিক বাজারে ব্যবসার প্রসঙ্গে বললে, মার্চে টিভিএস ৭৫,০৩৭টি মডেল রপ্তানি করেছে। যেখানে আগের বছর এই সংখ্যাটি ছিল অনেকটাই বেশি, যা ১,০৯,৭২৪। এর মধ্যে দু’চাকার গাড়ির সংখ্যা ৬৬,৭৭৯ ইউনিট। যেখানে এক বছর আগে টু-হুইলার রপ্তানির অঙ্ক ছিল ৯৫,৯৬২।

TVS iQube-এর বেচাকেনার পরিসংখ্যান

এদিকে, টিভিএস-এর ঝুলিতে বর্তমানে একটিমাত্র ইলেকট্রিক স্কুটার রয়েছে। যার নাম – TVS iQube। তবে সংস্থাটি নতুন ইভি মডেলের উপর কাজ করছে। ভবিষ্যতে সেটি বাজারে হাজির করা হবে। সংস্থার একমাত্র ইলেকট্রিক স্কুটার গত মাসে মোট ১৫,৩৬৪ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে এক বছর আগে এর বেচাকেনার পরিমাণ ছিল মাত্র ১,৭৯৯। iQube দু’টি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Standard এবং S। এদিকে টপ-এন্ড মডেল ST-এর দাম আর কিছুদিনের মধ্যেই ঘোষনা করতে চলেছে টিভিএস।

Tags:    

Similar News