Vivo T3 Lite 5G: সবচেয়ে সস্তা 5G ফোন আনছে ভিভো, থাকবে Sony AI ক্যামেরা!

Update: 2024-06-21 06:04 GMT

ভিভো একটি নতুন T সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলা জানা গেছে, যার নাম Vivo T3 Lite 5G। এটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে৷ আসন্ন এই ফোনটি T3 সিরিজের তৃতীয় স্মার্টফোন হবে এবং এটি শুধুমাত্র ফ্লিপকার্ট (Flipkart) এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ভিভো এখনও ভারতে Vivo T3 Lite লঞ্চের তারিখ প্রকাশ করেনি, কিন্তু একটি মাইক্রো-সাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যা নির্দেশ দিচ্ছে যে এটি এমাসে আত্মপ্রকাশ করতে পারে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo T3 Lite 5G ফোন শীঘ্রই আসছে বাজারে

লঞ্চ মাইক্রো-সাইটটি প্রকাশ করেছে যে, ভিভো টি৩ লাইট ৫জি হবে ভিভোর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডুয়েল-৫জি স্মার্টফোন। অর্থাৎ, আসন্ন টি৩ লাইট মডেলটি ভিভো টি৩এক্স ৫জি ফোনের থেকেও সস্তা হবে। নতুন এই হ্যান্ডসেটটিতে একটি সনি এআই (Sony AI) ক্যামেরাও থাকবে, কিন্তু এর রেজোলিউশন এবং অন্যান্য বিশদ বিবরণ এখনও অজানাই রয়েছে।

প্রোমোশনাল ছবিতে প্রকাশ করা হয়েছে যে, ভিভো টি৩ লাইট ৫জি ফোনের রিয়ার প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। ডিভাইসটি ফ্ল্যাট-এজ ডিজাইনের সাথে আসবে। ডিজাইনের দিক থেকে আসন্ন ভিভো টি৩ লাইট ৫জি মডেলটি ভিভো ওয়াই১৮ গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথে সাদৃশ্যপূর্ণ।

উল্লেখ্য, Vivo T3 Lite-এর দাম ১২,০০০ টাকার কম হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, এটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে। এটি একই প্রসেসর, যা Reame Narzo N65 5G এবং Realme C65 5G ফোনে রয়েছে৷ ভিভো আগামী ২৪ জুন এবং ২৫ জুন Vivo T3 Lite হ্যান্ডসেটের প্রসেসর এবং ক্যামেরার বিবরণ প্রকাশ করবে বলে জানা গেছে।

Tags:    

Similar News