Vivo X80 Pro একদিন পরেই Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ আসছে, তার আগে ফাঁস সমস্ত স্পেসিফিকেশন
স্মার্টফোন নির্মাতা ভিভো আগামী ২৫ এপ্রিল চীনের বাজারে Vivo X80 সিরিজটি উন্মোচন করতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo X80, Vivo X80 Pro এবং X80 Pro+ মডেলগুলি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েকমাস ধরে বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ এই স্মার্টফোনগুলির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর এবার লঞ্চের মাত্র দুদিন আগে একটি রিপোর্টে Vivo X80 Pro-এর সম্পূর্ন স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে Snapdragon 8 Gen 1 প্রসেসর, ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। প্রসঙ্গত, পূর্ববতী রিপোর্টে বলা হয়েছিল, আসন্ন Vivo X80 সিরিজটি এই মাসের শুরুতে চীনে লঞ্চ হওয়া Vivo X নোটের সাথে সাদৃশ্যপূর্ণ হবে।
ভিভো এক্স ৮০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X80 Pro Expected Specifications)
টেক সাইট 91Mobiles-এর সাথে টিপস্টার ইশান আগরওয়াল যৌথভাবে আসন্ন ভিভো এক্স ৮০ প্রো-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি শেয়ার করেছেন, যেটি আগামী ২৫ এপ্রিল ভিভো এক্স ৮০ এবং ভিভো এক্স ৮০ প্রো প্লাস মডেলদুটির সাথে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। এই রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স ৮০ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টস রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স ৮০ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। এছাড়া, নিরাপত্তার জন্য এতে একটি আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।
ফটোগ্রাফির জন্য, Vivo X80 Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেলের পোট্রেট টেলিফটো ক্যামেরা এবং ৫× অপটিক্যাল ও ৬০x ডিজিটাল জুম সাপোর্ট সহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে।
সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80 Pro-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া, এই হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৪.৬×৭৫.৩×৯.১ মিলিমিটার এবং ওজন ২২০ গ্রাম হবে বলে জানা গেছে।