Vivo Y35 নতুন বাজেট ফোন হিসেবে বাজারে এন্ট্রি নিচ্ছে, কম্প্যাক্ট ডিজাইন সহ থাকবে দুর্দান্ত ফিচার

Update: 2022-07-30 08:16 GMT

Vivo তাদের Y-সিরিজের একটি নতুন বাজেট স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে Vivo Y35 নামে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। যদিও, ভিভো এখনও এই ফোনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখটি নিশ্চিত করেনি। তবে, ইতিমধ্যেই Vivo Y35-কে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, তাই আশা করা যায় যে এটি দ্রুত লঞ্চ হবে। আর আসন্ন লঞ্চের আগেই এখন এক জনপ্রিয় টিপস্টার এই নয়া ভিভো স্মার্টফোনটির রেন্ডারের পাশাপাশি এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটিও প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Vivo Y35-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

টিপস্টার সুধাংশু আম্ভোরে তার একটি সাম্প্রতিক টুইটে ভিভো ওয়াই৩৫ ৪জি-এর রেন্ডার ও প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন।

https://twitter.com/Sudhanshu1414/status/1552909444258082816

এটি ভিভোর নতুন বাজেট স্মার্টফোন হিসেবে শীঘ্রই কিছু নির্বাচিত বাজারে, কমপক্ষে দুটি কালার অপশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের শেয়ার করা রেন্ডার অনুযায়ী, ভিভো ওয়াই৩৫ ৪জি ব্ল্যাক এবং গোল্ডেন কালারে লঞ্চ হবে। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন দেখা যাবে এবং এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে।

এছাড়াও, সুধাংশু আম্ভোরে ভিভো ওয়াই৩৫-এর মূল বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছেন। এই হ্যান্ডসেটে ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ভিভো ওয়াই৩৫ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y35-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। মডিউলে প্রধান ক্যামেরার সাথে সহায়ক লেন্স হিসেবে ডেপ্থ সেন্সিং এবং ম্যাক্রো ফটোগ্রাফির জন্য দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গেছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এই ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি একটি ওয়াটারড্রপ নচের ভিতরে স্থাপন করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y35 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ভিভো ফোনটি ডুয়েল-সিম সাপোর্ট, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ৫.০ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই অফার করবে। ফোনটির পুরুত্ব হবে ৮.২৮ মিলিমিটার এবং ওজন হবে প্রায় ১৮৮ গ্রাম। Vivo Y35 চলতি বছরের শেষে ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News