Xiaomi 12 Pro অবশেষে ভারতে আসছে 27 এপ্রিল, পাবেন 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

Update: 2022-04-13 11:48 GMT

গত বছর ডিসেম্বরে শাওমি তাদের Xiaomi 12 সিরিজের অধীনে চীনের বাজারে Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro স্মার্টফোন তিনটি উন্মোচন করে। আবার গতমাসে কিছু গ্লোবাল মার্কেটেও এই লাইনআপের ডিভাইসগুলি আত্মপ্রকাশ করেছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ভারতের বাজারে Xiaomi 12 Pro 5G মডেলটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে সংস্থা। সেই মতোই শাওমির তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৭ এপ্রিল ভারতে এই হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে। এদেশে আসন্ন Xiaomi 12 Pro 5G-তে Qualcomm Snapdragon 8 Gen 1 SoC এবং ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সর থাকবে। আবার এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যামের পাশাপাশি ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। আশা করা হচ্ছে, ভারতে লঞ্চের পর Xiaomi 12 Pro 5G গত মাসে আত্মপ্রকাশ করা ফ্ল্যাগশিপ OnePlus 10 Pro 5G-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভারতে Xiaomi 12 Pro 5G- এর লঞ্চের বিবরণ

শাওমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ভারতে শাওমি ১২ প্রো ৫জি-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেছে, এর সাথে সংস্থাটি একটি টিজারও শেয়ার করে। এই বহু প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ইভেন্টটি আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে৷ তবে, শাওমি ১২ প্রো ৫জি-এর লঞ্চ ইভেন্টটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে নাকি এর জন্য কোন ফিজিক্যাল ইভেন্টের আয়োজন করা হবে তা বর্তমানে স্পষ্ট নয়।

https://twitter.com/XiaomiIndia/status/1513766364401577987

ভারতে শাওমি ১২ প্রো ৫জি-এর সম্ভাব্য মূল্য (Xiaomi 12 Pro 5G Expected Price in India)

ভারতে শাওমি ১২ প্রো ৫জি-এর দাম ৬৫,০০০ টাকা থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদিও সংস্থার তরফে অফিসিয়ালি এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৬,২০০ টাকা) মূল্যের সাথে চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এছাড়া, চীনে লঞ্চ হওয়া শাওমি ১২ প্রো ৫জি-এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম রাখা হয় যথাক্রমে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৮০০ টাকা) এবং ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬৪,৫০০ টাকা)।

আবার, শাওমি ১২ প্রো ৫জি- এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৯৯৯ ডলার (প্রায় ৭৬,১০০ টাকা) মূল্য সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে।

শাওমি ১২ প্রো ৫জি স্পেসিফিকেশন (Xiaomi 12 Pro 5G Specifications)

শাওমি তাদের অফিসিয়াল Mi.com সাইটে শাওমি ১২ প্রো ৫জি-এর লঞ্চের জন্য একটি ডেডিকেটেড ওয়েবপেজ তৈরি করেছে। এই ওয়েবপেজটি প্রকাশ করেছে যে ভারতে লঞ্চ হতে চলা এই ফোনের স্পেসিফিকেশনগুলি বিশ্ব বাজারে উপলব্ধ মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। শাওমি ১২ প্রো ৫জি ৬.৭৩ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে, যা ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 12 Pro 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।

Xiaomi 12 Pro 5G- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও, এতে একটি ইনফ্রারেড (IR) ব্লাস্টার উপলব্ধ। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Pro 5G-এ ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছ যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News