শীঘ্রই ভারতে চালু হবে 5G, অপেক্ষার দিন শেষ বলে স্বাধীনতা দিবসের ভাষণে জানালেন প্রধানমন্ত্রী

By :  techgup
Update: 2022-08-15 08:30 GMT

ভারতে কবে 5G (৫জি) আসবে, সেই নিয়ে বহু বছর ধরেই আপামর দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। দীর্ঘদিন ধরে বারংবার শোনা গেছে যে, খুব শীঘ্রই ভারতে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের আগমন ঘটবে। কিন্তু একের পর এক দিনক্ষণ নির্ধারিত হওয়ার পরেও একাধিকবার 5G রোলআউটের সময় পিছিয়ে গিয়েছে। তবে এবার যে সত্যি সত্যিই আর কিছুদিনের মধ্যেই 5G নেটওয়ার্ক জনগণের হাতের নাগালে আসতে চলেছে, সে সম্পর্কে আপামর দেশবাসীকে আশ্বস্ত করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন! দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী জানিয়েছেন যে, 5G-র জন্য অপেক্ষার দিন শেষ, খুব শীঘ্রই এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, এবার ভারতের গ্রামগুলি অপটিক্যাল ফাইবার অ্যাক্সেস পাবে। এর ফলে ইন্টারনেট সারা দেশের প্রতিটি গ্রামে পৌঁছে যাবে, এবং সকলেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

5G রোলআউটের জন্য জোরকদমে কাজ চালাচ্ছে টেলিকম কোম্পানিগুলি

ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দেশের দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) আজ স্বাধীনতা দিবসের বিশেষ দিনটিতে তাদের ৫জি পরিষেবা চালু করবে। দুটি কোম্পানিই দীর্ঘদিন ধরে তাদের পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। তবে কে সর্বপ্রথম ভারতে ৫জি রোলআউট করবে, সেই নিয়ে হালফিলে সংস্থাদ্বয়ের মধ্যে জোর টক্কর চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, এয়ারটেল, জিও, ভিআই (Vi)-এর মতো সমস্ত শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর এবং নতুন আদানি ডেটা নেটওয়ার্ক (Adani Data Network) গত মাসের শেষের দিকে আয়োজিত ৫জি স্পেকট্রামের নিলামপর্বে অংশগ্রহণ করেছিল। এবং প্রত্যেকটি কোম্পানিই প্রয়োজনীয় স্পেকট্রাম হাতে পাওয়ায় ৫জি পরিষেবা চালু করার শেষ ধাপে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে।

Airtel প্রত্যন্ত গ্রামাঞ্চলেও 5G রোলআউট করার প্ল্যান করছে

এয়ারটেলের সিইও গোপাল ভিট্টল (Gopal Vittal) সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তারা খুব শীঘ্রই ৫জি পরিষেবা সারা দেশে চালু করবে; যদিও তিনি এর সঠিক দিনক্ষণ সম্পর্কে কিছুই বলেননি। তবে বেশ হালফিলের কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে, এয়ারটেলের ৫জি পরিষেবা চলতি মাসের শেষের দিকে চালু হবে এবং এর জন্য তারা স্যামসাং (Samsung), নোকিয়া (Nokia) ও এরিকসন (Ericsson)-এর মতো প্রযুক্তি সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করেছে। এছাড়া মি. ভিট্টল আরও বলেছেন যে, ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত শহর ও গ্রামের পাশাপাশি প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিকেও এই উন্নত নেটওয়ার্কের অধীনে আনার পরিকল্পনা করছে এয়ারটেল।

5G রোলআউটের দৌড়ে কে জিতবে – Airtel নাকি Jio?

কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, Jio আজ তাদের 5G পরিষেবা চালু করবে; যদিও সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণার খবর পাওয়া যায়নি। আবার টেক দুনিয়ায় ঘোরাফেরা করা বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC)-এর উদ্বোধনের সময় 5G চালু করবেন। তবে এই সবকিছুর মধ্যে কারা সর্বপ্রথম দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিস রোলআউট করবে, সেই নিয়ে টেকমহলে চলতি সময়ে জোর জল্পনাকল্পনা চলছে। অনেকেই মনে করছেন যে, Jio যেহেতু সর্বপ্রথম 4G (৪জি) পরিষেবা এনে দেশে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল, তাই এবারও তারাই সবার আগে 5G সার্ভিস রোলআউট করে আবার এক অনন্য যুগান্তকারী রেকর্ড গড়বে। তবে যাবতীয় খবরের ভিত্তিতে বলা যায়, Airtel-ও কিন্তু Jio-র চাইতে কোনো অংশেই পিছিয়ে নেই। তাই 5G সার্ভিস রোলআউটের দৌড়ে উক্ত সংস্থাদ্বয়ের মধ্যে শেষ পর্যন্ত কে জয়ী হবে, তা একমাত্র সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News