Airtel 359: ব্যবহারকারীদের সুখবর দিল এয়ারটেল, বাড়িয়ে দিল প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি

By :  techgup
Update: 2023-02-02 07:46 GMT

চলতি সময়ে দেশের প্রায় সমস্ত সার্কেলে ন্যূনতম মাসিক প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম একলাফে ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করে দেওয়ায় এখন টেক দুনিয়ার খবরের শিরোনামে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel। এর ফলে ইউজারদের পকেটের ওপর সংস্থাটি বেশ ভালোরকম চাপের সৃষ্টি করলেও গ্রাহকদের সুবিধার্থে হালফিলে তারা তাদের ৩৫৯ টাকার প্ল্যানটির বৈধতা বাড়িয়েছে বলে জানা গিয়েছে। আসলে ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম অনেকটা বেড়ে যাওয়ায় ইদানীংকালে বিষয়টিকে কেন্দ্র করে চতুর্দিকে এত শোরগোল চলছে যে এটা অনেকের নজরেই আসেনি। তাই সকল Airtel ব্যবহারকারীদেরকে বিষয়টি সম্পর্কে অবগত করতেই আজকের প্রতিবেদনে আমরা সংস্থার ৩৫৯ টাকার প্ল্যানটি সম্পর্কে বিশদে আলোচনা করতে চলেছি। বলে রাখি, হালফিলে প্ল্যানটির মেয়াদ বাড়ানো হলেও কোম্পানিটি কিন্তু এতে উপলব্ধ সুবিধাগুলি আগের তুলনায় কমিয়ে দেয়নি। ফলে বর্তমানে প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা যে নিঃসন্দেহে লাভবান হবেন, সেকথা বলাই বাহুল্য।

Airtel-এর ৩৫৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান: নতুন বনাম পুরানো সুবিধা

বর্তমানে ৩৫৯ টাকার প্ল্যানে বৈধতা ব্যতীত আর অন্য কোনো পরিবর্তন আনেনি এয়ারটেল। আপনাদেরকে জানিয়ে রাখি, আগে এই প্ল্যানটির মেয়াদ ছিল ২৮ দিন। তবে এখন এটি রিচার্জ করলে পুরো ১ মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। উল্লেখ্য, এই মাসিক প্ল্যানে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, এবং রোজ ১০০ টি করে এসএমএস প্রেরণের সুবিধা মিলবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। সেক্ষেত্রে যে মাসে ৩০ দিন রয়েছে, সেই মাসে মোট ৬০ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। আবার, কোনো মাসে ৩১ দিন থাকলে তখন গ্রাহকরা মোট ৬২ জিবি ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন।

উপরন্তু এক্সট্রা বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য যে, কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)-এর নির্দেশ অনুযায়ী গত বছর থেকে এক মাসের ভ্যালিডিটিসম্পন্ন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করা শুরু করেছে ভারতের সকল টেলিকম কোম্পানিগুলি। তাই হালফিলে এয়ারটেলের পোর্টফোলিওতে এমন অনেক রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যেগুলির মারফত গ্রাহকরা পুরো এক মাসের ভ্যালিডিটি পেতে সক্ষম হবেন। সেক্ষেত্রে একবার রিচার্জ করে যারা পুরো মাস নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এই ধরনের প্ল্যানগুলি এককথায় আদর্শ।

Airtel-এর ৫৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে বেশ লাভবান হবেন গ্রাহকরা

প্রসঙ্গত জানিয়ে রাখি, এয়ারটেলের ঝুলিতে ৫৪৯ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যার মেয়াদ ৬০ দিন। উল্লেখ্য যে, এটিতে উপলব্ধ সুবিধাগুলি ৩৫৯ টাকার প্ল্যানের অনুরূপ। সেক্ষেত্রে নিঃসন্দেহে ৫৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করাই ইউজারদের জন্য সুবিধাজনক। কারণ পরপর দুবার ৩৫৯ টাকার প্ল্যান ব্যবহার করলে ৬০ দিনের ভ্যালিডিটি পাওয়া গেলেও সেক্ষেত্রে গ্রাহকদের পকেট থেকে খসবে ৭১৮ টাকা। অন্যদিকে, ৫৪৯ টাকার প্ল্যানটি কাজে লাগালে ৬০ দিনের বৈধতায় ৩৫৯ টাকার প্ল্যানে উপলব্ধ সকল সুবিধাগুলিই পাওয়া যাবে। ফলে ইউজাররা ১৬৯ টাকা সাশ্রয় করতে সক্ষম হবেন।

Tags:    

Similar News